Railway New Apprentice Vacancy 2025 – মাধ্যমিক পাশে রেলে নিয়োগ, মোট শূন্যপদ ১৭৬৩ টি। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway New Apprentice Vacancy 2025 – বেকারত্বের দিন শেষ। ভারতীয় রেলওয়ে তরফ থেকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? বয়স সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদন টি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাNorth Central Railway
পদের নামApprentice
মোট শূন্যপদ১৭৬৩
আবেদন মাধ্যমঅনলাইনে 
আবেদনের শেষ তারিখ১৭-১০-২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Apprentice। 

নিয়োগের বিভাগ –

ইলেকট্রিশিয়ান, ক্রেন অপারেটর, পেইন্টার, ফিটার, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), আর্মেচার উইন্ডার, মেকানিস্ট, কার্পেন্টার/ উড ওয়ার্ক টেকনিশিয়ান, টার্নার, প্লাম্বার, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার (ইংরেজি), কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার (হিন্দি), ড্রাফটসম্যান (সিভিল), মেকানিক, ওয়ারম্যান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট।

২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্যপদ হচ্ছে ১৭৬৩। 

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাচ্ছে। 

২) যেহেতু এখানে Apprentice পদে নিয়োগ করা হবে সে ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী প্রতিমাসে স্টাইপেন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Railway New Apprentice Vacancy 2025)

যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ৫০% মোট নম্বর সহ দশম শ্রেণী বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাদের NCVT/ SCVT দ্বারা জারি করা সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেটও থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

আবেদন মূল্য – 

সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের ১০০ টাকা। এসসি/ এসটি/ পিডব্লিউডি/ ট্রান্সজেন্ডার/ মহিলা প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

rrcpryj.org পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া Railway Job

এখানে প্রার্থীদের মাধ্যমিক ও আইটিআর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হবে  এরপর কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না সরাসরি নথি যাচাই ও  স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের তাদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,

কি ভাবে আবেদন করতে হবে ? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৬-০৯-২০২৫
আবেদন শুরু১৮-০৯-২০২৫
আবেদন শেষ১৭-১০-২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটrrcpryj.org
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নদীয়া জেলায় কমিউনিটি অডিটর কর্মী নিয়োগ, বয়সসীমা ২৫ থেকে ৪০।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com