RRB Job Vacancy 2025 – রেলে সেকশন কন্ট্রোলার কর্মী নিয়োগ, বেতন হবে ৩৫,৪০০/- টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRB Job Vacancy 2025 – চাকরির বাজারে বড় সুযোগ। ভারতীয় রেলের তরফ থেকে সেকশন কন্ট্রোলার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? বয়স সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থারেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)
পদের নামসেকশন কন্ট্রোলার
মোট শূন্যপদ৩৬৮ টি
আবেদন মাধ্যমঅনলাইনে 
আবেদনের শেষ তারিখ১৪-১০-২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – সেকশন কন্ট্রোলার।

২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্যপদ হচ্ছে ৩৬৮ টি। 

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ০১.০১.২০২৬ তারিখ অনুযায়ী ২০ বছর থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

২) উল্লেখ উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৩৫,৪০০/- টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি পাশ যোগ্যতা থাকতে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

rrbapply.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য-(RRB Job Vacancy 2025)

General ও OBC প্রার্থীদের জন্য ৫০০ টাকা। SC/ ST/ মহিলা/ PWBd/ প্রাক্তন সেনাকর্মীদের জন্য ২৫০ টাকা।

RRB Vacancy নিয়োগ প্রক্রিয়া

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), CBAT এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল এক্সামিনেশন

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া অন্যান , 

কি ভাবে আবেদন করতে হবে ? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ (RRB Job Vacancy 2025)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৩-০৮-২০২৫
আবেদন শেষ১৪.১০.২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটrrbsecunderabad.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

রাজ্যে স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১১৮৮টি।

১. আবেদনের শেষ তারিখ কখন?
🗓️ আবেদনের শেষ তারিখ হলো ১৪ অক্টোবর ২০২৫ (14-10-2025)। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. অফিসিয়াল বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে পাওয়া যাবে?
🌐 অফিসিয়াল বিজ্ঞপ্তি পাওয়া যাবে রেলের অফিসিয়াল পোর্টাল rrbapply.gov.in-এ। আবেদন করার আগে বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন।

৩. মোট শূন্যপদ কতটি?
📋 মোট ৩৬৮টি শূন্যপদ রয়েছে — পদের নাম: সেকশন কন্ট্রোলার (Section Controller)।

৪. নিয়োগ প্রক্রিয়ায় কোন ধাপগুলো আছে?
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট (CBAT)
ডকুমেন্ট ভেরিফিকেশন
মেডিক্যাল এক্সামিনেশন

      প্রত্যেক ধাপ সফলভাবে পাস করতে হবে চূড়ান্ত নিয়োগের জন্য।

৫. আবেদন শুরু করার প্রথম ধাপটি কী?
🖥️ আবেদন শুরু করার প্রথম ধাপ হলো অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন শেষে আবেদন ফর্ম পূরণ, ডকুমেন্ট আপলোড এবং ফি জমা করা যাবে।

৬. আবেদনপত্র জমা দেওয়ার সময় কোন বিষয়গুলো যাচাই করা আবশ্যক?
সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা।
প্রয়োজনীয় ডকুমেন্ট (ছবি, সই, সার্টিফিকেট) নির্দিষ্ট সাইজ ও ফরম্যাটে আপলোড হয়েছে কিনা।
আবেদন ফি সঠিকভাবে পরিশোধ করা হয়েছে কিনা।
আবেদন সাবমিটের পর প্রিন্ট কপি/আবেদন নম্বর সংরক্ষণ করা হয়েছে কিনা।

      নোট: আবেদন জমা দেওয়ার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে সমস্ত শর্ত যাচাই করে নিন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com