PVC Aadhaar Card Apply Online 2026 – এখন PVC আধার কার্ড চাইলে নতুন নিয়মে অর্ডার দিন। আগে মাই আধার পোর্টালের হোম পেজে সোজা অপশন পাওয়া যেত। Order Aadhaar PVC Card ক্লিক করলেই হতো। কিন্তু এবার লগইন ছাড়া চলবে না। My Aadhaar পোর্টালে লগইন করতে হবে জরুরি। এই নিয়মে PVC আধার কার্ড সহজে কীভাবে অর্ডার করবেন? ধাপে ধাপে দেখুন।
এখন PVC আধার কার্ড পেতে অর্ডার করতে হয় নতুন নিয়মে। আগে My Aadhaar পোর্টালের হোম পেজে সরাসরি Order Aadhaar PVC Card অপশন ছিল। কিন্তু এখন PVC আধার কার্ড অর্ডার করতে My Aadhaar পোর্টালে লগইন করা জরুরি। এই নতুন নিয়মে সহজে PVC আধার কার্ড অর্ডার করার ধাপগুলো নিচে বিস্তারিত দেওয়া হলো।
PVC আধার কার্ড অর্ডার করতে অনলাইনে মাত্র ৫০ টাকা দিতে হয়। পেমেন্ট শেষ হলে আপনার আধার কার্ডের ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে ৭ থেকে ৯০ দিনের মধ্যে কার্ড পৌঁছে যায়। কিন্তু অনেকের আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই। মোবাইল লিঙ্ক ছাড়াই নতুন নিয়মে PVC আধার কার্ড অর্ডার করার ধাপগুলো চলুন ধাপে ধাপে দেখি।
PVC Aadhaar Card Apply Online 2026
PVC আধার কার্ড অনলাইনে অর্ডার করুন ধাপে ধাপে:-
১) প্রথমে My Aadhaar পোর্টালে যান। নিচের লিঙ্কে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল সাইটে পৌঁছে যাবেন।২) হোম পেজে Log In বাটনে ক্লিক করুন। আধার নম্বর ও ক্যাপচা লিখে Send OTP চাপুন। রেজিস্টার্ড মোবাইলে OTP আসবে। তা দিয়ে লগইন করুন।
৩) হোম পেজের Services অংশে Order Aadhaar PVC Card বেছে নিন।
৪) পরের পেজে দুটি বিকল্প দেখবেন: Self এবং Others।
Self: যার আধার নম্বরে লগইন করেছেন, তিনি নিজের জন্য PVC কার্ড অর্ডার করলে এটি বেছে নেবেন।
Others: এখানে পরিবারের বা অন্য কারো আধার নম্বর ও একটি সক্রিয় মোবাইল দিন। তাদের PVC কার্ড অর্ডার করুন।
৫) Self বা Others বেছে Next চাপুন। পেমেন্টের T&C বক্সে টিক দিন। Make Payment ক্লিক করুন।
৬) অনলাইনে ৫০ টাকা দিন। UPI, ডেবিট/ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা QR স্ক্যান করে পে করুন।
৭) পেমেন্ট সফল হলে রিসিপ্ট পাবেন। এটি প্রিন্ট করে রাখুন। My Online Request থেকে PVC কার্ডের স্ট্যাটাস দেখুন। কার্ড তৈরি হয়েছে কি পোস্ট অফিসে পাঠানো হয়েছে – সব খবর পাবেন।