WB Block Office New Recruitment 2026: পশ্চিমবঙ্গে মিড-ডে মিল প্রকল্পে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, শুধু ইন্টারভিউ দিলেই চাকরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Block Office New Recruitment 2026: পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবর সামনে এসেছে। রাজ্য সরকারের অধীন মিড-ডে-মিল (Cooked Mid-Day Meal) প্রকল্পের আওতায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের কেবল ইন্টারভিউয়ের মাধ্যমেই নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতন ১১,০০০ টাকা (WB Block Office New Recruitment 2026) নির্ধারণ করা হয়েছে। যারা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন এবং এই প্রকল্পের অধীনে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ। এই নিয়োগে শূন্যপদের সংখ্যা, আবেদনযোগ্যতা, বয়স সীমা ও আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। 

পদের নাম ও শূন্যপদ

  • পদের নাম: Block Level Assistant Accountant
  • প্রোগ্রাম: Cooked Mid-Day Meal Programme (CMDMP)

বেতন

  • ₹11,000/- প্রতি মাসে (Consolidated) অথবা শেষ বেসিক পে ও পেনশনের পার্থক্য (যেটা প্রযোজ্য) ।

বয়স সীমা

  • আবেদনকারীর বয়স ৬৫ বছরের বেশি হওয়া যাবে না
  • নির্ধারিত যোগদানের তারিখে ৬২ বছরের বেশি না হওয়াই বাঞ্ছনীয়

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • সরকারি দপ্তরে অ্যাকাউন্টস কাজের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা অবসরপ্রাপ্ত (Retired) কর্মীরাই আবেদনযোগ্য
  • অ্যাকাউন্টস মেইনটেন্যান্স ও ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

নিয়োগ প্রক্রিয়া (WB Block Office New Recruitment 2026)

  • Walk-in-Interview
  • একই দিনে Accounting বিষয়ে Computer Test নেওয়া হবে
  • মোট নম্বর: ৪০
    • Computer Test (Accounting): ১০
    • Govt Programme সম্পর্কিত জ্ঞান: ১৫
    • Interview: ১৫

ইন্টারভিউয়ের স্থান

Office of the Block Development Officer
Purbasthali-I Development Block
Srirampur, Purba Bardhaman

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • কোনো TA/DA দেওয়া হবে না
  • নির্বাচন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত
  • এটি সম্পূর্ণ Contractual Engagement

চুক্তির মেয়াদ (Contract Period)

  • প্রথমে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ
  • কাজের পারফরম্যান্স ভালো হলে মেয়াদ বাড়ানো হতে পারে

একই দিনে Computer Test + Interview হবে

  • ইন্টারভিউয়ের দিনেই
    ✔️ Accounting বিষয়ে Computer Test
    ✔️ Interview
  • আলাদা কোনো পরীক্ষার দিন নেই

নম্বর বণ্টনের পূর্ণ বিবরণ

বিষয় মোট নম্বর ৪০
Computer Test (Accounting)১০
Govt Programme সংক্রান্ত জ্ঞান১৫
Interview১৫

👉 অনেকেই এটা মিস করে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ

Application Form আগেই PDF-এর সাথে দেওয়া আছে

  • PDF-এর ৩ নম্বর পেজে Application Form দেওয়া আছে
  • সেটাই প্রিন্ট করে
    👉 Fill-up করে Interview-র দিন জমা দিতে হবে
  • আলাদা করে কোথাও থেকে ফর্ম ডাউনলোড করতে হবে না।

Age Calculation Date

  • বয়স গণনা হবে 05-01-2026 তারিখ অনুযায়ী
  • এই তারিখে বয়স ৬৫ বছরের বেশি হলে আবেদন বাতিল।

Selection Committee (WB Block Office New Recruitment 2026)

  • নির্বাচন করবে Block Level Selection কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত, কোনো আপিল গ্রহণযোগ্য নয়,

কোনো ভাতা দেওয়া হবে না

  • Walk-in-Interview এর জন্য
    TA / DA কিছুই দেওয়া হবে না

জেলায় ক্লার্ক পদে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৩,৫০০/- টাকা।

অফিসিয়াল মেমো নম্বর ও তারিখ

  • Memo No: 03(33)/P-I/Rect./Ast.-Act./25-26
  • Notice Date: 05-01-2026

ইন্টারভিউয়ের সময় যে ডকুমেন্ট লাগবে

  • Plain Paper-এ আবেদনপত্র,
  • BIO-DATA,
  • মাধ্যমিকের Admit Card,
  • PPO / Pension Documents,
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ,
  • ঠিকানার প্রমাণ (EPIC / Aadhaar),
  • Recent Passport Size Photograph,

এই নিয়োগটি কারা করতে পারবেন (সবচেয়ে গুরুত্বপূর্ণ)

👉 এই পদে শুধুমাত্র অবসরপ্রাপ্ত (Retired) কর্মীরাই আবেদন করতে পারবেন

  • যাঁদের সরকারি দপ্তরে Accounts কাজের অভিজ্ঞতা আছে
  • ন্যূনতম ৫ বছরের Accounts work experience আবশ্যক
    ❌ Fresh / Young candidate-রা আবেদনযোগ্য নন

কীভাবে আবেদন করতে হবে? (How to Apply)

এই নিয়োগের জন্য অনলাইনে কোনো আবেদন নেই।
👉 আবেদন করতে হবে Walk-in-Interview-এর মাধ্যমে।

ধাপ–১: আবেদনপত্র সংগ্রহ করুন

  • অফিসিয়াল PDF–এর ৩ নম্বর পেজে Application Form দেওয়া আছে
  • সেই ফর্মটি
    👉 প্রিন্ট করে নিন
    👉 নিজের হাতে পরিষ্কার করে পূরণ করুন

আলাদা করে কোথাও ফর্ম ডাউনলোড করার দরকার নেই

ধাপ–২: আবেদনপত্র পূরণ করুন

ফর্মে যেগুলো লিখতে হবে:

  • প্রার্থীর নাম
  • পিতা / স্বামীর নাম
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা
  • মোবাইল নম্বর
  • জন্মতারিখ (05-01-2026 অনুযায়ী বয়স)
  • শিক্ষাগত যোগ্যতা
  • অভিজ্ঞতা (Accounts work)
  • অবসর গ্রহণের সময়কার পদ
  • PPO নম্বর ও শেষ Pay Scale

👉 ফর্মে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে
👉 নিচে নিজের স্বাক্ষর দিতে হবে

ধাপ–৩: প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করুন

Interview-র দিন সঙ্গে আনবেন 👇

  1. পূরণ করা Application Form
  2. BIO-DATA
  3. মাধ্যমিকের Admit Card
  4. PPO / Pension Documents
  5. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  6. ঠিকানার প্রমাণ (EPIC / Aadhaar)
  7. Recent Passport Size Photograph
  8. সব ডকুমেন্টের Self-Attested Photocopy
  9. Original documents (Verification-এর জন্য)

📅 গুরুত্বপূর্ণ তারিখ

  • ইন্টারভিউ তারিখ: 10-02-2026
  • Reporting Time: সকাল 11:00 টা
  • Interview Time: দুপুর 12:00 টা

🔗 প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

রেলে নতুন করে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ২০,০০০/- টাকা।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

FAQ: Block Level Assistant Accountant Recruitment 2026

এই নিয়োগটি কোন সংস্থা করছে?
এই নিয়োগটি করছে Office of the Block Development Officer, Purbasthali-I Development Block, Purba Bardhaman (West Bengal Government)
এটি Cooked Mid-Day Meal Programme (CMDMP)-এর অধীনে চুক্তিভিত্তিক নিয়োগ।
কারা এই পদে আবেদন করতে পারবেন?
✔ শুধুমাত্র অবসরপ্রাপ্ত (Retired) সরকারি কর্মীরা আবেদন করতে পারবেন।
✔ সরকারি দপ্তরে কমপক্ষে ৫ বছরের Accounts কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
❌ Fresh বা Young candidates আবেদনযোগ্য নন।
আবেদন কি অনলাইনে করতে হবে?
না। এই নিয়োগের জন্য অনলাইনে কোনো আবেদন নেই
আবেদন করতে হবে Walk-in-Interview-এর মাধ্যমে।
অফিসিয়াল PDF-এ দেওয়া Application Form প্রিন্ট করে ইন্টারভিউয়ের দিন জমা দিতে হবে।
ইন্টারভিউ কবে ও কোথায় হবে?
তারিখ: 10 ফেব্রুয়ারি 2026
Reporting Time: সকাল 11:00 টা
Interview Time: দুপুর 12:00 টা

স্থান:
Office of the Block Development Officer,
Purbasthali-I Development Block,
Srirampur, Purba Bardhaman
বেতন কত দেওয়া হবে?
নির্বাচিত প্রার্থীকে চুক্তিভিত্তিতে—

💰 ₹11,000/- প্রতি মাসে (Consolidated)
অথবা
💰 শেষ Basic Pay ও Pension-এর পার্থক্য (যেটি প্রযোজ্য)

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com