Aadhaar Supervisor Recruitment 2026: ডিজিটাল পরিষেবা ক্ষেত্রে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ এসেছে। CSC e-Governance Services India Limited–এর মাধ্যমে Aadhaar Supervisor / Operator Recruitment 2026–এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে (Aadhaar Supervisor Recruitment 2026) সারা ভারতে মোট ২৮২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যাঁরা আধার পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চান এবং জেলা স্তরে সরকারি ডিজিটাল পরিষেবা প্রদান করতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি ভালো সুযোগ।
নিয়োগ সংস্থা
CSC e-Governance Services India Limited
(Aadhaar / UIDAI পরিষেবার সঙ্গে যুক্ত)
পদের নাম
- Aadhaar Supervisor
- Aadhaar Operator
(District Level Engagement)
মোট শূন্যপদ
মোট: প্রায় ২৮২টি (সারা ভারত জুড়ে)
শিক্ষাগত যোগ্যতা (Aadhaar Supervisor Recruitment 2026)
প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার যেকোনো একটি থাকতে হবে—
- 12th Pass (Senior Secondary)
- 10th + 2 বছর ITI
- 10th + 3 বছর Polytechnic Diploma
এছাড়াও অবশ্যই থাকতে হবে—
👉 UIDAI কর্তৃক অনুমোদিত Aadhaar Operator / Supervisor Certificate
(NSEIT বা অনুমোদিত সংস্থা দ্বারা প্রদত্ত)
❌ সার্টিফিকেট ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়।
বয়স সীমা (Aadhaar Supervisor Recruitment 2026)
- সর্বনিম্ন বয়স: ১৮ বছর
- সর্বোচ্চ বয়সের উল্লেখ নেই
- বয়সে ছাড় সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য
বেতন / রিমিউনারেশন
- নির্বাচিত প্রার্থীদের বেতন দেওয়া হবে।
👉 State Minimum Wages (Semi-Skilled Manpower) অনুযায়ী - বেতন রাজ্যভেদে ভিন্ন হতে পারে।
নিয়োগের ধরন
- এটি একটি District Level Engagement।
- স্থায়ী সরকারি চাকরি নয়।
- কাজের মেয়াদ ও শর্ত নির্ভর করবে সংশ্লিষ্ট জেলা ও প্রকল্পের উপর।
নির্বাচন প্রক্রিয়া
- যোগ্যতা ও সার্টিফিকেট যাচাই।
- প্রয়োজন অনুযায়ী Shortlisting।
- Document Verification।
📌 সাধারণত লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের উল্লেখ নেই, তবে কর্তৃপক্ষ প্রয়োজনে সিদ্ধান্ত নিতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরু: 27 ডিসেম্বর 2025
- আবেদনের শেষ তারিখ: 31 জানুয়ারি 2026
কীভাবে আবেদন করতে হবে ?
এই নিয়োগের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের ধাপ:
- অফিসিয়াল CSC পোর্টালে যান।
- Aadhaar Supervisor / Operator Recruitment লিংকে ক্লিক করুন।
- Online Registration সম্পন্ন করুন।
- প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- Final Submit করে আবেদন সম্পন্ন করুন।
- ভবিষ্যতের জন্য আবেদনপত্র সংরক্ষণ করুন।
❌ Offline আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনকালে যে ডকুমেন্ট লাগবে (Aadhaar Supervisor Recruitment 2026)
- Aadhaar Card / পরিচয়পত্র,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- ITI / Diploma Certificate (যদি থাকে),
- UIDAI Approved Aadhaar Operator / Supervisor Certificate,
- পাসপোর্ট সাইজ ছবি,
- স্বাক্ষর (Signature),
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য Email ও Official Website-এর মাধ্যমে জানানো হবে।
- ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।
- একাধিক আবেদন করলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
- অফিসিয়াল বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
🔗 প্রয়োজনীয় লিঙ্ক
- Official CSC Portal: https://cscspv.in
- Apply Online / Recruitment Page:
👉 https://career.csccloud.in/job-post/NzY2
| 📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
| Apply Online | Click Here |
জাহাজ নির্মাণকারী সংস্থায় কর্মী নিয়োগ, যোগ্যতা সপ্তম শ্রেণী পাশ।
বিঃদ্রঃ – এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
Aadhaar Supervisor / Operator Recruitment 2026
1️)এই নিয়োগটি কোন সংস্থা করছে ?
এই নিয়োগটি করছে CSC e-Governance Services India Limited, যা Aadhaar / UIDAI পরিষেবার সঙ্গে যুক্ত একটি সংস্থা। এই নিয়োগের মাধ্যমে জেলা স্তরে Aadhaar পরিষেবার জন্য কর্মী নিয়োগ করা হবে।
2) কারা এই পদে আবেদন করতে পারবেন ?
যাঁদের 12th Pass / 10th + ITI / 10th + Diploma যোগ্যতা রয়েছে এবং যাঁদের কাছে UIDAI কর্তৃক অনুমোদিত Aadhaar Supervisor বা Operator Certificate আছে, তাঁরাই আবেদন করতে পারবেন।
👉 সার্টিফিকেট ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়।
3️) আবেদন কি অনলাইনে করতে হবে ?
হ্যাঁ। এই নিয়োগের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।
কোনো Offline আবেদন গ্রহণ করা হবে না।
4️) বেতন কত দেওয়া হবে ?
নির্বাচিত প্রার্থীদের বেতন দেওয়া হবে State Minimum Wages (Semi-Skilled Manpower) অনুযায়ী। বেতন রাজ্য ও জেলার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে।
5️) নির্বাচন কীভাবে হবে ?
এই নিয়োগে সাধারণত যোগ্যতা ও সার্টিফিকেট যাচাই (Document Verification)–এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ বাধ্যতামূলক নয়, তবে প্রয়োজনে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে।








