WB Health Department Recruitment 2026: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)–এর দপ্তরের পক্ষ থেকে National Health Mission (NHM) এবং XV Finance Commission (XVFC) প্রকল্পের অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক (Contractual Basis) এবং যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। যারা জেলা স্তরে স্বাস্থ্য দপ্তরে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি ভালো সুযোগ।
নিয়োগ সংস্থা
Office of the Chief Medical Officer of Health (CMOH)
Birbhum District, West Bengal
📌 পদের নাম
বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
👉 পদভিত্তিক শূন্যপদ, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
মোট শূন্যপদ
- শূন্যপদের সংখ্যা: বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ হবে NHM ও XVFC প্রকল্পের অধীনে।
শিক্ষাগত যোগ্যতা (WB Health Department Recruitment 2026)
- প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা।
- প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যোগ্যতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
👉 পোস্টভিত্তিক যোগ্যতার জন্য অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই দেখুন।
বয়সসীমা
- বয়স গণনা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত cut-off date অনুযায়ী।
- সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী প্রযোজ্য।
মাসিক বেতন
- প্রতিটি পদের জন্য বেতন আলাদা, বেতন নির্ধারিত হবে NHM / XVFC প্রকল্পের নিয়ম অনুযায়ী । (Consolidated Pay)
নিয়োগের ধরন (WB Health Department Recruitment 2026)
- নিয়োগ সম্পূর্ণভাবে Contractual Basis
- প্রাথমিকভাবে ১ বছরের জন্য।
- কাজের পারফরম্যান্স ও প্রকল্পের মেয়াদের উপর ভিত্তি করে নবীকরণ হতে পারে।
- এটি স্থায়ী সরকারি চাকরি নয়।
নির্বাচন প্রক্রিয়া
- Shortlisting
- Interview / Document Verification (যদি প্রযোজ্য)
👉 নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়োগকারী কর্তৃপক্ষের।
📅 গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: বিজ্ঞপ্তি অনুযায়ী
- আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ পর্যন্ত নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না।
কী ভাবে আবেদন করতে হবে ?
এই নিয়োগের জন্য আবেদন করতে হবে অফলাইন পদ্ধতিতে।
আবেদনের ধাপ:
- অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্টের self-attested photocopy সংযুক্ত করুন।
- নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র জমা দিন / পাঠান।
- আবেদন জমা দেওয়ার রসিদ সংরক্ষণ করুন।
আবেদনপত্রের সাথে যে ডকুমেন্ট লাগবে
- জন্ম তারিখের প্রমাণ,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- কাজের অভিজ্ঞতার প্রমাণ (যদি থাকে),
- আধার কার্ড / ভোটার আইডি,
- পাসপোর্ট সাইজ ছবি,
📌 ইন্টারভিউয়ের সময় Original Documents সঙ্গে আনতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- অসম্পূর্ণ আবেদন বাতিল হবে।
- ভুল তথ্য দিলে আবেদন যেকোনো সময় বাতিল হতে পারে।
- একাধিক আবেদন করলে বাতিল হওয়ার সম্ভাবনা।
- কর্তৃপক্ষ যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া বাতিল বা পরিবর্তনের অধিকার রাখে।
🔗 প্রয়োজনীয় লিঙ্ক
| 📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
FAQ: Birbhum Health Department Recruitment 2026
1️) এই নিয়োগটি কোন দপ্তর করছে?
এই নিয়োগটি করছে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) দপ্তর। নিয়োগ হবে National Health Mission (NHM) এবং XV Finance Commission (XVFC) প্রকল্পের অধীনে।
2️) এই চাকরিটি কি স্থায়ী সরকারি চাকরি ?
না। এই নিয়োগটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক (Contractual)। এটি স্থায়ী সরকারি চাকরি নয়। প্রাথমিকভাবে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা হবে এবং প্রকল্পের মেয়াদ ও পারফরম্যান্স অনুযায়ী নবীকরণ হতে পারে।
3️) আবেদন কীভাবে করতে হবে ?
এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে না।
প্রার্থীদের অফলাইন পদ্ধতিতে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে জমা দিতে হবে।
4️) নির্বাচন কীভাবে হবে ?
প্রার্থীদের নির্বাচন করা হবে—
- আবেদনপত্রের Shortlisting
- প্রয়োজন অনুযায়ী Interview ও Document Verification–এর মাধ্যমে।
নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিয়োগকারী কর্তৃপক্ষের উপর নির্ভরশীল।
5️) ইন্টারভিউয়ের সময় কী কী ডকুমেন্ট লাগবে ?
ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রার্থীদের অবশ্যই সব Original Documents সঙ্গে আনতে হবে—
যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণ, পরিচয়পত্র ইত্যাদি।
👉 Original documents না থাকলে আবেদন বাতিল হতে পারে।








