WB DEO New Recruitment 2026: জেলার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন প্রতিমাসে ১৬,০০০ টাকা দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB deo New recruitment 2026: জেলা ম্যাজিস্ট্রেট অফিসে নতুন নিয়োগ Rupashree Prakalpa প্রকল্প পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। ঝাড়গ্রাম জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর দপ্তরের অধীনে পরিচালিত Rupashree Prakalpa প্রকল্পে Data Entry Operator পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এই নিয়োগটি চুক্তিভিত্তিক হলেও জেলা প্রশাসনের অধীনে কাজ করার সুযোগ দিচ্ছে, যা অনেকের কাছেই বাস্তব অভিজ্ঞতা অর্জনের ভালো সুযোগ হতে পারে।

নিয়োগ সংস্থা

এই নিয়োগটি সরাসরি Office of the District Magistrate & Collector, Jhargram, West Bengal–এর তত্ত্বাবধানে করা হচ্ছে। নির্বাচিত প্রার্থীকে Rupashree Prakalpa প্রকল্পের কাজে যুক্ত করা হবে।

📌 পদের নাম

এই বিজ্ঞপ্তির মাধ্যমে Data Entry Operator পদে নিয়োগ করা হবে। এই পদে মূলত কম্পিউটার ভিত্তিক কাজ, তথ্য সংরক্ষণ, রিপোর্ট তৈরি এবং অফিসের দৈনন্দিন কিছু প্রশাসনিক কাজ সামলাতে হবে।

শূন্যপদ

এখানে মোট ১টি শূন্যপদ রয়েছে (UR–EC ক্যাটাগরি)। নির্বাচিত প্রার্থীকে Gopiballavpur–II Development Block, Jhargram এলাকায় কাজ করতে হবে। চাকরিটি চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং MS Word, MS Excel ও MS PowerPoint-এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত ৩০ শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকা আবশ্যক। সরকারি বা বেসরকারি সংস্থায় ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে সেটি অতিরিক্ত সুবিধা হিসেবে ধরা হবে।

বয়স সীমা

আবেদনকারীর বয়স ০১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে।

বেতন

এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ₹১৬,০০০/- (Consolidated Pay) দেওয়া হবে। এটি Rupashree Prakalpa প্রকল্পের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে।

নিয়োগের ধরন

এই নিয়োগটি পুরোপুরি চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তি করা হবে এবং কাজের প্রয়োজন ও পারফরম্যান্স সন্তোষজনক হলে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। এটি কোনোভাবেই স্থায়ী সরকারি চাকরি নয়।

নির্বাচন প্রক্রিয়া (WB DEO New Recruitment 2026)

প্রার্থীদের নির্বাচন করা হবে কয়েকটি ধাপে। প্রথমে টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে। এরপর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত জেলা স্তরের নির্বাচন কমিটির হাতে থাকবে।

গুরুত্বপূর্ণ তারিখ

এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ২১ জানুয়ারি ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

কী ভাবে আবেদন করতে হবে ?

এই নিয়োগের জন্য আবেদন করতে হবে অফলাইন পদ্ধতিতে। প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের self-attested কপি সংযুক্ত করতে হবে। ই-মেইলের মাধ্যমে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না।

প্রয়োজনীয় ডকুমেন্ট (WB DEO New Recruitment 2026)

আবেদনপত্রের সঙ্গে জন্মতারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণ (যদি থাকে), আধার কার্ড বা ভোটার আইডি এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। ইন্টারভিউয়ের সময় সব Original Documents সঙ্গে আনতে হবে।

🔗প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

আধার সুপারভাইজার ও অপারেটর পদে ২৮২টি শূন্যপদে নিয়োগ।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ (WB DEO New Recruitment 2026) সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

📌 শেষ কথা

এই নিয়োগটি Rupashree Prakalpa প্রকল্পের অধীনে একটি চুক্তিভিত্তিক চাকরির সুযোগ। যারা ঝাড়গ্রাম জেলায় সরকারি দপ্তরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিতে চান, তাঁদের জন্য এটি একটি ভালো সুযোগ। আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিয়ে যোগ্যতা যাচাই করে নিজের দায়িত্বে আবেদন করুন।

FAQ: WB DEO New Recruitment 2026

1️ এই নিয়োগটি কি স্থায়ী সরকারি চাকরি ?

না। এই নিয়োগটি Rupashree Prakalpa প্রকল্পের অধীনে সম্পূর্ণ চুক্তিভিত্তিক (Contractual)। এটি স্থায়ী সরকারি চাকরি নয়। তবে কাজের প্রয়োজন ও পারফরম্যান্স ভালো হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

2️ কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ?

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Graduate, যাঁদের কম্পিউটার জ্ঞান আছে এবং অন্তত ৩০ WPM টাইপিং স্পিড রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীকে অবশ্যই ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

3️ আবেদন কীভাবে করতে হবে? অনলাইন আবেদন করা যাবে কি ?

এই নিয়োগের জন্য শুধুমাত্র অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে Rupashree Cell-এর Drop Box-এ জমা দিতে হবে অথবা Registered Post-এর মাধ্যমে পাঠাতে হবে।
⚠️ অনলাইন বা ই-মেইলের মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য নয়।

4️ নির্বাচন প্রক্রিয়ায় কী কী ধাপ রয়েছে ?

নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে Typing Speed Test নেওয়া হবে। এরপর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। পুরো প্রক্রিয়াটি জেলা স্তরের নির্বাচন কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

5️ এই পদে বেতন কত দেওয়া হবে ?

নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ₹১৬,০০০/- (Consolidated Pay) প্রদান করা হবে। এই বেতন Rupashree Prakalpa প্রকল্পের নিয়ম অনুযায়ী নির্ধারিত এবং এতে অতিরিক্ত সরকারি ভাতা অন্তর্ভুক্ত নয়।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com