WB MTS Recruitment 2026 – মাধ্যমিক পাশে MTS ও অন্যান্য পদে নিয়োগ, বেতন মাসে ১৬,০০০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB MTS Recruitment 2026 – কেন্দ্রীয় সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর সামনে এসেছে। Central Council for Research in Homoeopathy (CCRH)–এর পক্ষ থেকে বিভিন্ন গবেষণা ও টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটি AYUSH মন্ত্রকের অধীন একটি কেন্দ্রীয় গবেষণা সংস্থার প্রকল্পে করা হবে, যেখানে দেশের বিভিন্ন গবেষণা কেন্দ্র ও অফিসে কাজ করার সুযোগ থাকছে। এই নিয়োগ প্রক্রিয়ায় Junior Research Fellow (JRF), Senior Research Fellow (SRF), Scientist, MTS, Office Assistant সহ একাধিক পদে প্রার্থীদের নির্বাচন করা হবে। যদিও এই নিয়োগটি চুক্তিভিত্তিক, তবুও কেন্দ্রীয় সরকারের অধীন একটি স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া অনেক প্রার্থীর জন্য বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার গড়ার একটি ভালো সুযোগ হতে পারে।

পদের নাম

CCRH-এর অধীনে বিভিন্ন গবেষণা ও টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে, যেমন—

  • Junior Research Fellow (JRF)
  • Senior Research Fellow (SRF)
  • Research Associate
  • Medical Laboratory Technologist (MLT)
  • Project Associate / Principal Project Associate
  • Scientist ‘C’ (Medical / Non-Medical)
  • Multi-Tasking Staff (MTS)
  • Office Assistant
  • Data Entry Operator
    (পদভিত্তিক তালিকা ও স্থান বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা করে দেওয়া আছে)

শূন্যপদ

মোট শূন্যপদ: প্রায় ৪০টি
(বিভিন্ন পোস্ট ও বিভিন্ন রিসার্চ সেন্টার মিলিয়ে)

বয়স সীমা ও বেতন

পদভেদে বয়স ও বেতন আলাদা—

  • JRF / SRF:
    • বয়স: সাধারণত সর্বোচ্চ ৩৫ বছর।
    • বেতন: ₹37,000 – ₹42,000 (HRA সহ, নিয়ম অনুযায়ী)
  • Research Associate / Scientist:
    • বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
    • বেতন: ₹58,000 – ₹69,700 বা তার বেশি (পদভেদে)
  • MLT / MTS / Office Assistant:
    • বয়স: বিজ্ঞপ্তি অনুযায়ী
    • বেতন: ₹18,000 – ₹33,000 (Consolidated)

👉 বয়স ও বেতন সম্পূর্ণভাবে পোস্টভিত্তিক।

শিক্ষাগত যোগ্যতা (WB MTS Recruitment 2026)

পদ অনুযায়ী যোগ্যতা ভিন্ন, যেমন—

  • B.Sc / M.Sc (Chemistry / Microbiology / Biotechnology / Statistics)
  • BHMS / MD (Homoeopathy)
  • M.Pharm / MVSc
  • Ph.D (বিজ্ঞান / বায়োমেডিক্যাল / সংশ্লিষ্ট বিষয়ে)
  • 10th / 12th / Graduate (MTS / Office Assistant-এর জন্য)

👉 NET / GATE / RET যোগ্যতা থাকলে কিছু পোস্টে অগ্রাধিকার।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে—
Central Council for Research in Homoeopathy (CCRH)
(AYUSH মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা)

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • Updated Bio-Data / CV,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে),
  • বয়সের প্রমাণ,
  • এক কপি পাসপোর্ট সাইজ ছবি,
  • ইন্টারভিউয়ের দিন সব Original Documents,

নিয়োগ প্রক্রিয়া

  • Walk-in-Interview,
  • প্রয়োজন অনুযায়ী Document Verification,
  • কোনো লিখিত পরীক্ষা নেই,

নিয়োগের ধরন (WB MTS Recruitment 2026)

  • নিয়োগ সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক (Contractual),
  • প্রাথমিকভাবে ৬ মাসের জন্য,
  • প্রকল্পের মেয়াদ ও পারফরম্যান্স অনুযায়ী বাড়তে পারে,
  • এটি স্থায়ী সরকারি চাকরি নয়,

কীভাবে আবেদন করতে হবে ?

এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন নেই

👉 প্রার্থীদের নির্ধারিত তারিখে সরাসরি Walk-in-Interview-এ উপস্থিত থাকতে হবে
👉 নির্দিষ্ট ভেন্যু ও রিপোর্টিং টাইম পোস্টভিত্তিক দেওয়া আছে

গুরুত্বপূর্ণ তারিখ

  • Walk-in-Interview শুরু: ফেব্রুয়ারি ২০২৬,
  • শেষ তারিখ: মার্চ ২০২৬ (পোস্টভেদে আলাদা),

📌 প্রতিটি পদের জন্য আলাদা ইন্টারভিউ তারিখ ও ভেন্যু রয়েছে।

🔗প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

আধার সুপারভাইজার ও অপারেটর পদে ২৮২টি শূন্যপদে নিয়োগ।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ (WB DEO New Recruitment 2026) সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com