Indian Railway Coach Factory Job 2023 – রেলের কোচ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত। এখানে চুক্তিভিত্তিক পদে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে স্পোর্টস কোটায় আবেদন করা যাবে। এছাড়া আরো বিস্তারিত হবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ফলো করুন।
নিয়োগ সংস্থা | Railway Coach Factory |
পদের নাম | টেকনিশিয়ান III এবং জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট |
মোট শূন্যপদ | ০৮ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ২০/০৯/২০২৩ |
নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম টেকনিশিয়ান III এবং জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট ।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ৮টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়স সীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে যাদের বয়স তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে।
২) এখানে লেবেল ২ অনুযায়ী অর্থাৎ (গ্রেড পে ১৯০০) প্রার্থীদের সেই হিসাবে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (Indian Railway Coach Factory Job 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (Indian Railway Coach Factory Job 2023) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বপ্রথম স্পোর্টস যোগ্যতা থাকতে হবে।এছাড়াও এখানে Hockey (Men), Basketball (Men), , Hockey (Women) এবং Wrestling Men (Free Style) এ পদক থাকতে হবে প্রার্থীদের সাথে, টেকনিশিয়ান পদের জন্য মাধ্যমিক পাশ এবং ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে দক্ষ হতে হবে তাহলে এখানে খুব সহজে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
rcf.indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন (Indian Railway Coach Factory Job 2023) মূল্য কি আছে?
এখানে আবেদন করতে (Indian Railway Coach Factory Job 2023) গেলে অবশ্যই আবেদন মূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে। এখানে জেনারেলদের জন্য ৫০০/- টাকা ও SC /ST /EWS /WOMEN /PWD প্রার্থীদের জন্য ২৫০/- টাকা ধার্য করা হয়েছে।বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ফলো করুন, যাচাই করুন তারপরেই নিজের দায়িত্বে আবেদন করুন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
আবেদনপত্র কোন স্থানে পাঠাতে হবে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন সেখানে উল্লেখ করে দেওয়া আছে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন (Indian Railway Coach Factory Job 2023) করার জন্য প্রার্থীদের সংস্কার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে ও আবেদনমূল্য দিয়ে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১-০৮-২০২৩ |
আবেদন শুরু | ২১-০৮-২০২৩ |
আবেদন শেষ | ২০-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Application Form | Download Now |
Indian Railway Coach Factory Job 2023 – রেলের কোচ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন চলছে।
এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ।
কত জনকে এখানে নিয়োগ করা হবে ?
০৮ জনকে।
আবেদন করার জন্য বয়সসীমা কি লাগছে ?
১৮ থেকে ২৫।
আবেদন শুরু কবে থেকে?
২১-০৮-২০২৩
আবেদন করার শেষ তারিখ কবে?
২০-০৯-২০২৩ এই তারিখ অব্দি।
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন