Tata Memorial Recruitment 2023 – টাটা মেমোরিয়াল সেন্টারে তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ইচ্ছুক ব্যক্তিরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে।
বিভিন্ন ধরনের শূন্যপদ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ও আরো ২৫ ধরনের পদ এখানে রয়েছে। এছাড়া আরও অন্যান্য বিষয়বস্তু জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | TATA Memorial Centre |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ৭১ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ২২-০৯-২০২৩ |
পদের নাম ও শূন্যপদ (Tata Memorial Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম গুলি হল-
১) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার / ASSISTANT ADMINISTRATIVE OFFICER
শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
২) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার / Assistant Accounts Officer
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
৩) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার /Assistant Administrative Officer (Purchase)
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
৪) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার /Assistant Administrative Officer (Storage)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
৫) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার /Assistant Administrative Officer (Purchase and Storage)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
৬) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
৭) নার্স / Nurse
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
৮) নার্স / Nurse
শূন্যপদ- এখানে 11 টি শূন্যপদ রয়েছে।
৯) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন
১০) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
১১) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
১২) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
১৩) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
১৪) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার / Assistant Security Officer
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
১৫) ফার্মাসিস্ট / Pharmacist
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
১৬) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
১৭) স্টেনোগ্রাফার / Stenographer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
১৮) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
১৯) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
২০) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
২১) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
২২) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
২৩) কুক / Cook
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
২৪) অ্যাটেডেন্ট / Attendant
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
২৫) ট্রেড হেল্পার /Trade Helper
শূন্যপদ- এখানে 18 টি শূন্যপদ রয়েছে।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ৭১ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) এখানে অনেকগুলি শূন্য পদ আছে এবং প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা বয়স সীমা লাগছে তবে এখানে (Tata Memorial Recruitment 2023) যে সমস্ত পথগুলি আছে এর মধ্যে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যেই যেসব যোগ্য প্রার্থীরা আছে তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ো এখানে পাওয়া যাবে।
২) যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে যে বেতনটি হবে গড়ে সর্বনিম্ন ১৮,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪৪,৯০০ টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
শিক্ষাগত যোগ্যতা (Tata Memorial Recruitment 2023)
এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোন পদে কি যোগ্যতা লাগবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
actrec.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (Tata Memorial Recruitment 2023)
এখানে নিয়োগ করা হবে তিনটি ধাপের মাধ্যমে প্রথমটি হল লিখিত পরীক্ষা এরপর ফিজিক্যাল টেস্ট ও সর্বশেষের স্কিল টেস্টের ভিত্তির ওপরে সঠিক যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান কোথায় হবে?
যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন এবং চাকরি পাবেন তাদের নিয়োগ স্থান হবে TATA MEMORIAL CENTRE ADVANCED CENTRE FOR TREATMENT, RESEARCH AND EDUCATION IN CANCER (ACTREC) Sector-22, Kharghar, Navi Mumbai – 410 210।
আবেদন (Tata Memorial Recruitment 2023) মূল্য কি আছে ?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদনমূল্য দি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। GEN/OBC/EWS পুরুষ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়া বাকি প্রার্থীরা এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন মূল্য দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। এছাড়া বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নেবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন (Tata Memorial Recruitment 2023) করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ আবেদন মূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩-০৮-২০২৩ |
আবেদন শুরু | ২৩-০৮-২০২৩ |
আবেদন শেষ | ২২-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | ctrec.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Now |
নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন