AAI New Recruitment 2025 – কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AAI New Recruitment 2025 – সম্প্রতি কলকাতার এয়ারপোর্ট অথরিটি একটি পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ইমেইলের মাধ্যমে করতে হবে আবেদন। চলুন জেনে নিই কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে, আবেদন জানানোর শেষদিন কবে, প্রার্থীদের কীভাবে নিয়োগ করা, বয়সসীমা কত হবে ও বেতন কত দেওয়া হবে।

পদের নাম – বয়স সীমা – শূন্য পদ

পদের নাম – এখানে মেডিকেল কনসালটেন্ট (Medical Consultant) – এর পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

বয়সীমা – এয়ারপোর্ট অথরিটির বিজ্ঞপ্তির বিজ্ঞাপন অনুযায়ী, এই পদটিতে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৭০ বছরের মধ্যে।

শূন্যপদ

শূন্য পদের সংখ্যা – বিজ্ঞপ্তি অনুযায়ী এয়ারপোর্ট অথরিটি শুধুমাত্র একটি পদেই নিয়োগ করছে প্রার্থীদেরকে।

শিক্ষাগত যোগ্যতা – মাসিক বেতন (AAI New Recruitment 2025)

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় MBBS পাশ করতে হবে। এছাড়াও থাকতে হবে পাঁচ বছরের যেকোনো সরকারি/বেসরকারি কাজ করার অভিজ্ঞতা। এই পদে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে যারা এভিয়েশন/যেকোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন অথবা PSU থেকে অবসর গ্রহণ করেছেন।

মাসিক বেতন – এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন ৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া – এই পদে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউ কবে হবে সেটি এয়ারপোর্ট অথরিটির অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ? (AAI New Recruitment 2025)

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড।
২) মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট ।
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ।
৬) ডিউলি সাইন করা রেনুমুরেশন, টার্মস এন্ড কন্ডিশনস অফ এনগেজমেন্ট এন্ড টার্মিনেশন অফ এনগেজমেন্ট।
৭) ডিউলি সাইন এক্সেপ্টেন্স অফ চার্টার অফ ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস ফর মেডিক্যাল কনসালটেন্ট।
৮) ডিউলি সাইন কোড অফ কন্ডাক্ট ফর মেডিক্যাল কনসালটেন্ট।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরকম আবেদনমূল্য জমা দিতে হবে না।

কী ভাবে আবেদন করতে হবে ?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনারা আবেদন করতে পারবেন ই-মেইল এর মাধ্যমে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন বা এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড বাটনটি আছে সেখান থেকে ক্লিক করো আপনারা আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন এবং হাতে কলমে সমস্ত কিছু লিখে সেটিকে ফিলাপ করে নির্দিষ্ট টাইম এবং স্থানে ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

কোন ইমেল আইডিতে আবেদন পাঠাবেন

যেসকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা ৩০/০৩/২০২৫ এর আগে hrrhqer@aai.aero ইমেইল আইডিতে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদটিতে আবেদন করা যাবে ৩০ মার্চ ২০২৫ পর্যন্ত।

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটaai.aero
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com