AAI Recruitment 2023 – কেন্দ্র সরকারের অধীনে আবারও কর্মী নিয়োগ করা হচ্ছে। Airports Authority of India (AAI) পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ভারতবর্ষে নাগরিক হলেই আবেদন করা যাবে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | Airports Authority of India (AAI) |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ৩৪২ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ০৪ সেপ্টেম্বর, ২০২৩ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদ গুলিতে নিয়োগ করা হবে সে পদ গুলির নাম হলো –
১) Junior Assistant (Office)
২) Senior Assistant (Accounts)
৩) Junior Executive (Common Cadre)
৪) Junior Executive (Finance)
৫) Junior Executive (Fire Services)
৬) Junior Executive (Law)
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ৩৪২ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (AAI Recruitment 2023)
১) এই পদগুলিতে আবেদন করার জন্য বয়স সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। এছাড়া কিছু পদে ২৭ বছর পর্যন্ত বয়স হলেও আবেদন করা যাবে। আবেদন করার সময় অতি অবশ্যই ০৪.০৯.২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) এখানে অনেকগুলি পদ আছে সেক্ষেত্রে অনেকগুলি পদে আলাদা আলাদা বেতন সীমা উল্লেখ করা আছে। অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে কোন পদের জন্য কি বেতন আছে সেটা দেখতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা (AAI Recruitment 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে আপনাদের সুবিধার্থে তলায় যে ছবিটি আছে সেই ছবিটি দেখলেই বুঝতে পারবেন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.aai.aero পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগ হবে (AAI Recruitment 2023) তিনটি ধাপের মাধ্যমে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখানে উত্তীর্ণ হলে পরবর্তীকালে কম্পিউটার টেস্ট এবং সেখানে কোয়ালিফাই করলে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।
আবেদন (AAI Recruitment 2023) মূল্য কি আছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনমূল্য কি আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে আবেদনমূল্য দেখতে পারেন এছাড়া এই প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল নোটিফিকেশন Link আছে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন (AAI Recruitment 2023) করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ (AAI Recruitment 2023) আবেদনমূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | .. |
আবেদন শুরু | .. |
আবেদন শেষ | ০৪.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.aai.aero |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন