Amader Para Amader Somadhan -বিধানসভা ভোটের আগে নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রকল্পটি রাজ্যের প্রত্যেকটি পাড়া অর্থাৎ বুথে বুথে শুরু হবে যেটির নাম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প (Amader Para Amader Somadhan Government Scheme)। সরকারি তথ্য থেকে জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকারত্ব ও বিভিন্ন এলাকার সমস্যা সমাধান করার জন্য এই প্রকল্পটি চালু করেছে।
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি কী ?
এই প্রকল্পের সাহায্যে সরকার পাড়ায় পাড়ায় সকল সমস্যার সমাধান করতে সরকার। এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে প্রতিটি পাড়ায় একটি করে সরকারি বুথ বসানো হবে আর তার মাধ্যমে সেই পাড়ার জনগণদের সমস্যার কথা সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর সেটির সমাধান করবে সরকার।
রাজ্যের বাকি প্রকল্প যেমন লক্ষীর, বাংলার বাড়ি, দুয়ারে সরকার ও দুয়ারে সরকার পরিষেবা ইত্যাদির মতো এটিও এরকম একটি প্রকল্প যেখানে রাজ্যের জনগণ নিজের এলাকা থেকেই এই সুবিধাটি পেয়ে যাবেন। আসুন এটির বিষয়ে জেনে নিই বিস্তারিত।
এই প্রকল্পটির উদ্দেশ্য কী ?
এই প্রকল্পে প্রত্যেকটি পাড়ায় একটি করে বুথ তৈরি করবে রাজ্য সরকার। এরজন্য সরকার প্রতিটি বুথে ১০ লাখ টাকা করে খরচ করবে। এরজন্য রাজ্য সরকারের মোট খরচ হয়েছে ৮ হাজার কোটি টাকা।
এটি মূলত রাজ্যের প্রতিটি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই তৈরি করা হয়েছে। এই প্রকল্পের জন্য যেমন রাজ্যের বেকারত্বের হার কমবে তেমনি প্রতিটি এলাকার মানুষের সমস্যার সমাধান হবে।
প্রকল্পের কথা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী বলেছেন, “ছোট ছোট পাড়ায় হয়ত একটা কলের দরকার, কোনও জায়গায় হয়ত বিদ্যুৎ নেই, একটা পোল বসাতে হবে, এরকম ধরনের ছোট ছোট কাজ। হয়ত একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে, সেই ছাদটা করে দিতে হবে।
এক্ষেত্রে সিস্টেম হচ্ছে, আমাদের প্রকল্পে বহু মানুষ অংশ নিয়েছে। যদিও এটা একটা ছোট্ট প্রোগ্রাম। প্রধানমন্ত্রী বার বার বলেছেন (Amader Para Amader Somadhan) আত্মনির্ভর ভারত, কিন্তু কার্যত কিছুই উন্নয়ন হয়নি। আমাদের এই প্রোগ্রাম সারাদেশে প্রথম। এটা এক্সট্রা পোগ্রাম। গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন।”
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে তিনটি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া গঠন করা হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ রয়েছে। এখানে একদিন করে ক্যাম্প বসবে যেটি করতে প্রায় ২ মাস সময় লাগবে। একদিন করে প্রত্যেকটা বুথে অফিসারেরা সারাটাদিন থাকবেন। আপনি সেখানে আপনার গ্রামের সমস্যা জানাতে পারবেন। এখানে অনলাইনের মাধ্যমে কাজ হবে।
এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে ?
এই প্রকল্পে দুয়ারে সরকারের মতো নিজের নিজের এলাকায় সরকারি পরিষেবা পাবেন মানুষ। যেগুলো সুবিধা এখানে থাকবে –
- এলাকার রাস্তাঘাট মেরামত
- এলাকার বিদ্যুতের খুটি লাইট মেরামত
- রাস্তার গর্ত, পুকরপাড় মেরামত
- স্কুল, অঙ্গনওয়াড়ি এর পরিকাঠামো
- এলাকায় পানীয় জল ও অন্য পরিষেবা
- দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পে আবেদন
- লক্ষ্মীর ভান্ডার, রেশন কার্ড, জমি মিউটেশন ইত্যাদি।
রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পটি আগামী ২ আগস্ট থেকে শুরু করে দেওয়া হবে। এরপর ডিসেম্বরে দুয়ারে সরকার প্রকল্পের সাহায্যে সরকারি সুযোগ-সুবিধা গুলি শহর থেকে গ্রামে পৌঁছে দেওয়া হবে। গত ২১ শে জুলাই রাজনৈতিক মঞ্চে সমাবেশের পর গতকাল অর্থাৎ ২৩ জুলাই সাংবাদিক বৈঠক করে এই নতুন কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প সারা দেশে জনপ্রিয় হবে বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গে DA নিয়ে স্বস্তির হাওয়া! সুপ্রিম কোর্টে ইতিবাচক রায়, রাজ্য সরকারি কর্মীরা দেখুন