Amazon Great Indian Festival Sale 2025 – আপনারা প্রত্যেকেই জানেন আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ওই দিন থেকে শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale)। যারা amazon প্রাইম সদস্য তারা অবশ্যই এই সেল শুরু হওয়ার ২৪ ঘন্টা আগে থেকেই সব অফারের এক্সেস পেয়ে যাবে। এই সেলে সরাসরি যেমন ছাড় থাকছে পাশাপাশি ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফারও থাকছে।
যারা SBI Card বা Credit Card ব্যবহার করবেন, তারা অতিরিক্ত ১০% পর্যন্ত ছাড় নিশ্চিত ভাবে পাবেন। অ্যামাজনের এই বড় Sale হচ্ছে বার্ষিক সেলে যা Smartphone ছাড়াও Laptop, Smart TV এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট গুলিতেও দুর্দান্ত ছাড় পাওয়া যাবে।আজকের এই প্রতিবেদনে কিছু ইলেকট্রনিক্স গেজেটের নাম উল্লেখ করা হলো আপনাদের কাছে যা এই অ্যামাজনে Festival Sale আপনারা পেয়ে যাবেন।
Amazon Great Indian Festival Sale 2025 সেলে মিলছে দারুণ ছাড়। ৪০ শতাংশ পর্যন্ত কমে কিনতে পারবেন পছন্দের দ্রব্য –
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Asus, HP, Acer, Lenovo, Dell, এবং MSI ব্র্যান্ডের ল্যাপটপ মিলবে প্রায় ৪৫% পর্যন্ত ডিসকাউন্টে।
- Nvidia GeForce RTX 3050 GPU যুক্ত Asus ল্যাপটপ এখন ৬০,০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। এর সাথে অতিরিক্ত ব্যাঙ্ক অফারও রয়েছে।
- ১৩তম জেনারেশনের ইন্টেল প্রসেসরযুক্ত Dell Inspiron ল্যাপটপটি এখন বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে।
- Intel i5 13th Gen প্রসেসর সহ HP 15 ল্যাপটপটি মাত্র ৫০,০০০ টাকায় আপনার ক্রয় করতে পারেন।
- এছাড়া Asus VivoBook ল্যাপটপ সেল চলাকালীন ৮০,০০০ টাকার কমে কিনে নিতে পারেন।
- ১৩তম জেনারেশনের ইন্টেল প্রসেসর সহ Lenovo IdeaPad সিরিজের ল্যাপটপগুলির দাম ৬০,০০০ টাকার নিচে রাখা হয়েছে যা এই সুযোগ বছরে একবারই আসে।
৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে ট্যাবলেট – Amazon Sale 2025
একনজরে দেখে নিন যে সমস্ত ট্যাবলেট খুবই কম দামে এই অফারে পাওয়া যাচ্ছে।
- Samsung Galaxy Tab S9 FE-তে একটি আকর্ষণীয় অফার রয়েছে, এর আসল দাম ৪৪,৯৯৯ টাকা হলেও, এখন এটি ৪০ শতাংশ ছাড়ে মাত্র ২০,০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে।
- একইভাবে, Samsung Galaxy Tab S9 ট্যাবলেটটিও এখন সাশ্রয়ী মূল্যে উপলব্ধ। ভাবতে অবাক লাগলেও ৮১,৯০০ টাকার বদলে এটি ৪০,০০০ টাকার কমে কেনা সম্ভব।
- Apple iPad M3 মডেলটিও বিশেষ ছাড়ে আসছে। ৫৯,৯০০ টাকায় লঞ্চ হওয়া এই ট্যাবলেটটি এখন মাত্র ৫০,০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে।
কম টাকায় বড় লাভ! মিড ক্যাপ ফান্ডে দারুণ রিটার্ন, জানুন সাফল্যের চাবি।
এক নজরে দেখে নিন কোন কোন স্মার্টফোন অফার আপনারা পেতে পারেন –
এছাড়া ল্যাপটপ ও ট্যাবলেটের পাশাপাশি, Samsung Galaxy S24 Ultra, গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ১৩ সিরিজ এবং আইকিউওও ১৩ ৫জি-এর মতো উন্নত মডেলগুলিতেও ছাড় দেওয়া হচ্ছে। আইফোন ১৫, ওয়ানপ্লাস ১৩আর, আইকিউওও নিও ১০, ভিভো ভি৬০ এবং অপ্পো রেনো ১৪-এর মতো মাঝারি দামের ফোনগুলিও বিশেষ অফারে পাওয়া যাবে। এই ধরনের এই ধরনের টেক রিলেটেড পোস্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটিকে ফলো করতে ভুলবেন না।
কাগজ ছাড়াই Google Pay দিচ্ছে ১০-৫০ হাজার টাকা লোন! জানুন বিস্তারিত