Anandadhara Job Vacancy 2025 – ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মুর্শিদাবাদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্র্যাজুয়েশন অথবা উচ্চমাধ্যমিক পাশ করলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।
নিয়োগ সংস্থা | ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মুর্শিদাবাদ |
পদের নাম | ডিস্ট্রিক্ট লেভেল ট্রেইনার |
মোট শূন্যপদ | ৩৫ টি। |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৪/০৮/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেইনারের পদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ৩৫ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
বয়স সীমা ও মাসিক বেতন
ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মুর্শিদাবাদের এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১/০৭/২০২৫ অনুযায়ী ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। ডিস্ট্রিক্ট লেভেল ট্রেইনারের পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন ৬০০ টাকা বেতন দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Anandadhara Job Vacancy 2025)
ডিস্ট্রিক্ট লেভেল ট্রেইনারের পদটিতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিপ্লোমা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। অ্যাসিস্ট্যান্স ভিজিলেন্স অফিসারের পদটিতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/PGDCA পাশ করতে হবে। যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মুর্শিদাবাদের অফিসিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in যেতে হবে।
কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?
এই বিজ্ঞপ্তিটি murshidabad.gov.in এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (Anandadhara Job Vacancy 2025)
এই পদগুলোতে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।
এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
কীভাবে আবেদন করবেন এখানে ?
এখানে যেহেতু প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নির্বাচন করা হবে:-
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না।সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন ফি
এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরকম আবেদন ফি লাগবে কিনা সেটা জানানো হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
The Office of the Additional District Mission Director, Anandadhara, District Mission Management Unit, L2/2 Suqare East Road, Berhampore, Murshidabad, Pin-742L01.
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ১৪-০৮-২০২৫
য়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
অয়েল ইন্ডিয়াতে কাজের সুযোগ, কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।