Anandadhara Vacancy 2025 -সম্প্রতি আন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস একাধিক শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে শুধু মহিলারাই আবেদন করতে পারবেন।একাধিক শিক্ষাগত যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।
| নিয়োগ সংস্থা | আন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস |
| পদের নাম | কমিউনিটি অডিটর |
| মোট শূন্যপদ | ৪০ টি। |
| আবেদন মাধ্যম | অফলাইন |
| আবেদনের শেষ তারিখ | ২৪/০৯/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) কমিউনিটি অডিটর (Community Auditor)-এর পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ৪০ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
বয়স সীমা ও মাসিক বেতন
এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১/০১/২০১৫ অনুযায়ী ২৫-৪০ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। যেহেতু এই পদটি কন্ট্রাক্টচুয়াল তাই এই পদটিতে নির্বাচিত প্রার্থীদের দুই মাসের ট্রেনিংয়ের পর প্রতি দিন ৫০০ টাকা করে দেওয়া হবে।
প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণের ক্ষেত্রের মধ্যে পর্যবেক্ষণ SHG ফেডারেশনের কর্মসূচির সময় ৬০০ ও প্রশিক্ষণার্থী/ইত্যাদি হিসেবে কর্মশালা/প্রশিক্ষণে অংশগ্রহণ এবং অন্যান্য কার্যক্রমের জন্য ৬০০ টাকা দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Anandadhara Vacancy 2025)
এই পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমার্চ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলেও এখানে আবেদন করা যাবে। এখানে উচ্চতর যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া কম্পিউটারের প্রাথমিক জ্ঞান (এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট) থাকতে হবে। শুধু তাই নয় বুক কিপিং ও একাউন্টিংয়ের জ্ঞানও থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের নতুন দক্ষতা শেখার ইচ্ছা থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং জেলা বা রাজ্যের ভিতরে/বাইরে গ্রামে কাজ করার ইচ্ছা থাকতে হবে।
এখানে আবেদন যেহেতু শুধু মহিলারাই আবেদন করতে পারবেন এবং আবেদন প্রকাশের তারিখ থেকে কমপক্ষে দুই বছর ধরে NRLM-এর অধীনে একটি SHG-এর (Anandadhara Vacancy 2025) সক্রিয় সদস্য হতে হবে। আবেদনকারীর হাওড়া জেলার একটি বৈধ SHG সদস্য কোড থাকতে হবে এবং NRLM MIS (LOKOS) এ প্রবেশ করতে হবে। তবে সরকার / আইসিডিএস /আশা /এনজিও-র অধীনে পূর্ণকালীন কর্মচারী হিসেবে নিযুক্ত SHG সদস্যরা এখানে আবেদন করতে পারবেন না।
সংঘ সমবায়/উপ সংঘ/মহাসংঘের পদাধিকারী হিসেবে দায়িত্ব পালনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ও পিআরআই পোর্টফোলিও ধারণকারী এসএইচজি সদস্যরাও এই পদের জন্য যোগ্য নন। এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই হাওড়া জেলার অফিসিয়াল www.howrah.gov.in – এরযেতে হবে।
কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?
এই বিজ্ঞপ্তিটি www.howrah.gov.in-এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এই পদটিতে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।
এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক এডমিট কার্ড, মার্কশিট ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার
৫) কম্পিউটার সার্টিফিকেট
৬) অভিজ্ঞতার সার্টিফিকেট
৭) কাস্ট সার্টিফিকেট।
কীভাবে আবেদন করবেন এখানে ?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন ফি
এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরকম আবেদন ফি লাগবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
ANANDADHARA-Howrah District Office, District Mission Management Unit District Rural Development Cell, Howrah 1″ Floor Old Collector Building, 1/2, Mahatma Gandhi Road, Howrah-711101
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ২৪/০৯/২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
| 🌐 অফিশিয়াল ওয়েবসাইট | howrah.gov.in |
| 📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
| More Details | Click Here |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।