Bangla Awas Yojana List 2024 Pdf Download : রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে রাজ্যবাসী/ দেশবাসীকে বিভিন্ন যোজনার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেরকমই সরকার দ্বারা সাহায্য বাংলার আবাস যোজনা একটি গুরুত্বপূর্ণ যোজনা। এই যোজনার সাহায্যে আর্থিকভাবে দুর্বল বাংলা বাসীকে থাকার আশ্রয় দিয়ে থাকেন।
কিভাবে এই যোজনার লিস্টে নাম আছে কিনা চেক করবেন ? এই লিস্টে নাম থাকলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন ? এই লিস্টে নাম না থাকলে কি করবেন ? এই লিস্টি কিভাবে ডাউনলোড করবেন ? এই লিস্ট থেকে কিভাবে আপনার নাম খুঁজে পাবেন ? ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের সঠিক সমাধান নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই যারা বাংলা আবাস যোজনার অপেক্ষায় আছেন তাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি ভালোভাবে অধ্যায়ন করতে হবে।
Bangla Awas Yojana List 2024 Pdf Download
বাংলা বাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আরেক পদ্ধতি হলো বাংলার আবাস যোজনা। সরকারের তরফে বাংলা বাসীকে বাংলা আবাস যোজনার মাধ্যমে থাকার আশ্রয় দিয়ে থাকেন। প্রতিবছরের মতো বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana List 2024 Pdf Download) অন্তর্ভুক্ত প্রার্থীদের লিস্ট প্রকাশিত হলো। সকল বাংলাবাসীকে নিজেদের তথ্য সহকারে অনলাইনে লিস্টে নাম চেক করতে হবে। এই লিস্ট অনলাইন সেন্টারে গিয়ে বা নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে নাম চেক করতে পারবেন।
মোবাইল এর সাহায্যে কিভাবে লিস্ট ডাউনলোড করবেন ও নাম চেক করবেন ?
বাংলা আবাস যোজনার মাধ্যমে বাংলার আর্থিকভাবে দুর্বল বাঙালিবাসীকে থাকার আশ্রয় দিয়ে থাকেন। সেরকমই ২০২৪ সালে বাংলাবাসীর জন্য বাংলা আবাস যোজনা লিস্ট প্রকাশিত হলো। অনলাইন সেন্টার ছাড়াও আপনি নিজের হাতে থাকা মোবাইলের সাহায্যেও এই লিস্টের নাম চেক করতে পারবেন। এই লিস্টটি ডাউনলোড করার জন্য ও নিজের নাম আছে কিনা তা মোবাইলে চেক করার নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে।
Bangla Awas Yojana List 2024 Pdf Download
১) প্রথমে Google অ্যাপে গিয়ে আপনি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে বার করতে হবে।
২) তারপর ওয়েবসাইট এর মধ্যে গিয়ে নোটিস কিংবা বাংলার আবাস যোজনা অপসনে ক্লিক করতে হবে।
৩) তারপর সেই অপশনে গিয়ে Announcement এ ক্লিক করতে হবে এবং pdf টি ডাউনলোড করতে হবে।
৪) সর্বশেষে পিডিএফ টিতে গিয়ে নিজের পুরো নাম লিখে সার্চ করার মাধ্যমে নিজের নাম খুঁজে পাবেন।
বাংলা আবাস যোজনায় নাম থাকলে কি করবেন ও না থাকলে কি করবেন ?
যেসব বাংলাবাসীর বাংলা আবাস যোজনা লিস্টে নাম থাকবে এবং সিলেক্টেড হবেন তাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় থাকতে হবে। আর যেসব বাংলাবাসীর এই লিস্টে নাম থাকবে না/ রিজেক্টেড হয়ে যাবেন (Bangla Awas Yojana List 2024 Pdf Download) তাদের নির্দিষ্ট তথ্য ও সঠিক ডকুমেন্টস সহকারে নিজের নিকটবর্তী ব্লক অফিস, সাব-ডিভিশনাল অফিসে গিয়ে নিজের অভিযোগ জানাতে পারবেন।
বাংলা আবাস যোজনার লিস্টের নাম ভুক্ত প্রার্থীরা কবে টাকা পাবেন ?
বাংলাবাসীর জন্য ২০২৪ সালের বাংলা আবাস যোজনা লিস্টে যেসব প্রার্থীরা সিলেক্টেড হয়েছেন তাদের প্রথম কিস্তির টাকা আগামী ১৬ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ব্যাংক একাউন্টে পোঁছে যাবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য প্রার্থীদের কোনরকম ডকুমেন্টস বা কোন জায়গায় গিয়ে জানাতে হবে না।
জেলা অনুযায়ী বাংলা আবাস যোজনার তালিকা ডাউনলোড করুন লিংকে ক্লিক করে
১) কোচবিহার: এখানে ক্লিক করুন
২) আলিপুরদুয়ার: এখানে ক্লিক করুন
৩) মুর্শিদাবাদ: এখানে ক্লিক করুন
৪) দার্জিলিং: এখানে ক্লিক করুন
৫) কালিম্পং: এখানে ক্লিক করুন
৬) পুরুলিয়া: এখানে ক্লিক করুন
৭) বাঁকুড়া: এখানে ক্লিক করুন
৬) নদীয়া: এখানে ক্লিক করুন
৯) হুগলি: এখানে ক্লিক করুন
১০) বীরভূম: এখানে ক্লিক করুন
১১) ঝাড়গ্রাম: এখানে ক্লিক করুন
১২) মালদা: এখানে ক্লিক করুন
১৩) জলপাইগুড়ি: এখানে ক্লিক করুন
১৪) উত্তর ২৪ পরগনা: এখানে ক্লিক করুন
১৫) পশ্চিম মেদিনীপুর: এখানে ক্লিক করুন
১৬) দক্ষিণ ২৪ পরগনা: এখানে ক্লিক করুন
১৭) পশ্চিম বর্ধমান: এখানে ক্লিক করুন
১৮) দক্ষিণ দিনাজপুর: এখানে ক্লিক করুন
১৯) পূর্ব বর্ধমান: এখানে ক্লিক করুন
২০) পূর্ব মেদিনীপুর: এখানে ক্লিক করুন
২১) হাওড়া: এখানে ক্লিক করুন
২২) উত্তর দিনাজপুর: এখানে ক্লিক করুন
২৩) কলকাতা: Upcoming
নতুন চাকরির খবর –Click Here
বিঃদ্রঃ-এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।