Bank of Maharashtra Recruitment 2025: ৫০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কী কী যোগ্যতা লাগবে জানুন বিস্তারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank of Maharashtra Recruitment 2025: সম্প্রতি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাশ করলেই এখানে আপনি আবেদন করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই ।এই কাজের প্রবেশন সময়কাল হল ৬ মাস, বন্ডের ডিপোজিট এমাউন্ট ২ লক্ষ টাকা এবং ন্যূনতম সার্ভিস পিরিয়ড হল ২ বছর।

নিয়োগ সংস্থাব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।
পদের নামজেনারালিস্ট অফিসার (স্কেল II)।
মোট শূন্যপদ৫০০ টি।
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩১/০৮/২০২৫

পদের নাম ও শূন্যপদ

১) এখানে জেনারালিস্ট অফিসার (স্কেল II) এর পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ৫০০ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

বয়স সীমা ও মাসিক বেতন

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের এই পদটিতে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এই পদটিতে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৬৪,৮২০ টাকা বেতন দেওয়া হবে । এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলোতে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর নিতে স্নাতক/ ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি/চার্টার্ড একাউন্টেন্ট পাশ করতে হবে। এছাড়াও যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেশাগত যোগ্যতা যেমন CMA / CFA / ICWA ডিগ্রি থাকতে হবে। এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofmaharashtra.in-এ যেতে হবে।

কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?

এই বিজ্ঞপ্তিটি www.bankofmaharashtra.in-এ প্রকাশিত হয়েছে।  তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদটিতে অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।

এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার।

কীভাবে আবেদন করবেন এখানে ?

এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই:-

  • প্রথমে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofmaharashtra.in-এ  যেতে হবে। 
  • তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে এবং সকল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন ফি কত ?

এখানে সাধারণ / OBC/ EWS প্রার্থীদের জন্য ১১৮০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এছাড়া SC/ST/ পিডব্লিউবিডি/ এক্সএস/ ডিএক্সএস প্রার্থীদের ১১৮ টাকা আবেদন ফি দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ  : ৩১/০৮/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.bankofmaharashtra.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করছে ভারতীয় নৌবাহিনীতে, মোট শূন্যপদ ১২৬৬ টি।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com