Skip to content
WBTAK Bengali Daily News Portal | বাংলা খবর, বাংলা সংবাদ
  • Home
  • Trending
  • Jobs
  • Scholarship
  • Govt Scheme
    • Education
    • Economics
    • Business
  • Tech News
  • Hroscope
BECIL Recruitment 2025

BECIL Recruitment 2025 – মাধ্যমিক পাশে কেন্দ্র কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৮,৯৯৩ টাকা

May 20, 2025 by WB TAK
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BECIL Recruitment 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। একাধিক শূন্য পদে কেন্দ্রে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউ মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাBroadcast Engineering Consultants India Limited (BECIL)
পদের নামCook, Patient Care Coordinator
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমইন্টারভিউ
ইন্টারভিউ তারিখ ২৯/০৫/২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Cook, Patient Care Coordinator।

২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্যপদ হচ্ছে ০৯। 

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকলেই এখানে আবেদন করা যাবে।

২) উল্লেখ উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৮,৯৯৩ টাকা থেকে ৪০,০০০ হাজার টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেহেতু এখানে অনেকগুলি শূন্য পদ আছে প্রত্যেক শূন্য পদেই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে তবে মাধ্যমিক পাশ যোগ্যতা তো এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন। 


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

becil.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (BECIL Recruitment 2025)

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এখানে কি আবেদন মূল্য লাগছে ?

এখানে প্রার্থীদের আবেদন মূল্য দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে। তবে কাদেরকে আবেদন মূল্য দিতে হবে এবং কাদের জন্য আবেদন মূল্য নেই সে সমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে তবে আবেদন করতে পারেন।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

১) পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড / ভোটার কার্ড লাগবে।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে।
৩) আবেদনকারীর ২ কপি ছবিও লাগবে।
৪) এছাড়া আরও অন্যান্য।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন (BECIL Recruitment 2025) পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।

গুরুত্বপূর্ন তারিখ

ইন্টারভিউ তারিখ : ২৯/০৫/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটbecil.com
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF 2 Download Now

সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণি পাশে আবেদন করুন। 

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

WB TAK

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com

Read More

Related Posts

Rath Yatra

এবারের রথে যেতে চান পুরীতে ? তাহলে আপনার জন্য একটি সুখবর।

Ration Card Big Update

বাতিল ১৫ লাখের মতো রেশন কার্ড! তাহলে কি আপনার কার্ডও বাতিল হল ? বড় সিদ্ধান্ত – জেনে নিন বিস্তারিত।

WB Sneher Paras Scheme 2025

রাজ্যে স্নেহের পরশ প্রকল্পে আবেদন শুরু, প্রতিমাসে ১০০০ টাকা পাবেন – WB Sneher Paras Scheme 2025

WB Summer Holiday Latest Update

WB Summer Holiday Latest Update – গরমের ছুটি নিয়ে নতুন আপডেট! শিক্ষা দপ্তরের নতুন নোটিশ জারি

AAI Apprentice Jobs 2025

AAI Apprentice Jobs 2025 – কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ১৫০০০ টাকা।

Sub Divisional Office Recruitment

Sub Divisional Office Recruitment – জেলায় SDO দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন ইন্টারভিউ মাধ্যমে।

BOB Bank Job Vacancy 2025

BOB Bank Job Vacancy 2025 – ব্যাংকে পিওন পদে চাকরির সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

SMP Kolkata Vacancy 2025

SMP Kolkata Vacancy 2025 – কলকাতা বন্দরে নতুন কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন।

WB PM Poshan Scheme Vacancy 2025

WB PM Poshan Scheme Vacancy 2025 – রাজ্যের মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১১ হাজার টাকা।

  • BECIL Recruitment 2025 – মাধ্যমিক পাশে কেন্দ্র কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৮,৯৯৩ টাকা
  • এবারের রথে যেতে চান পুরীতে ? তাহলে আপনার জন্য একটি সুখবর।
  • বাতিল ১৫ লাখের মতো রেশন কার্ড! তাহলে কি আপনার কার্ডও বাতিল হল ? বড় সিদ্ধান্ত – জেনে নিন বিস্তারিত।
  • রাজ্যে স্নেহের পরশ প্রকল্পে আবেদন শুরু, প্রতিমাসে ১০০০ টাকা পাবেন – WB Sneher Paras Scheme 2025
  • WB Summer Holiday Latest Update – গরমের ছুটি নিয়ে নতুন আপডেট! শিক্ষা দপ্তরের নতুন নোটিশ জারি
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Site Map
  • Terms and Conditions
  • Contact Us
  • DMCA Policy
  • DMCA Removal Request
Copyright © 2023 wbtak.com