২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রিসার্ভ ব্যাংক। ২০২৩ সালেই ২০০০ টাকার নোট বাতিল করেছিল রিসার্ভ ব্যাংক (RBI)। ২০২৩ সালে ২০০০ টাকার সমস্ত নোট ব্যাংকে জমা করবার জন্য নির্দিষ্ট সময় দিয়েছিল ব্যাঙ্ক। আবার ও এখন এই ২০০০ টাকার নোট নিয়েই বড় আপডেট দিয়েছে রিসার্ভ ব্যাংক।
RBI রির্পোট অনুযায়ী ২০২৩ সালে ব্যবসার লেনদেনে ফলে ৩.৫৬ লক্ষ কোটি টাকার ২০০০ টাকার নোট ছিল দেশে। কিন্তু এবার সেই নোটের সংখ্যায় অনেকটাই বদল হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে হয়েছে ৬,৪৭১ কোটি কোটি টাকা।
এছাড়াও RBI সূত্রে জানা গিয়েছে ৯৮.১৮% ২০০০ টাকার নোট ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরেছে অর্থাৎ মাত্র ৬,৪৭১ কোটি কোটি টাকাই সাধারণ মানুষের কাছে রয়েছে। চলতি বছরের মার্চের ১ তারিখ এই তথ্যই দিয়েছে রিসার্ভ ব্যাংক।
কতদিন পর্যন্ত জমা করার সুযোগ দেওয়া হয়েছিল ?
সাধারণ মানুষদের ৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ২০০০ টাকার নোট ব্যাংকে বিনিময় অথবা জমা দেওয়ার জন্য। আর ৯ অক্টোবর পর্যন্ত আরবিআই ইস্যু অফিস ২০০০ টাকা জমা নিয়েছে। রিসার্ভ ব্যাংক এখন তার ১৯ ইস্যু অফিসে এই লেনদেনের সুবিধা উপলব্ধ করিয়েছে।
ডাকঘরের মাধ্যমেও জমা করতে পারবেন
তবে ইস্যু অফিস ও ব্যাংকেই নয় আপনি যেকোনো ডাকঘরে গিয়ে সেই টাকাগুলো আরবিআইয়ের অফিসে অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিতে পারেন। তবে আরবিআই জানিয়েছ ২০০০ টাকার নোট বৈধ দরপত্র হিসেবে আপাতত চালু থাকছে।