BOB New Recruitment – সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা (BOB) একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক শিক্ষাগত যোগ্যতায় এখানে আপনি আবেদন করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই ।
নিয়োগ সংস্থা | ব্যাঙ্ক অফ বরোদা (BOB ) |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ৪১ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ১২/০৮/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে ম্যানেজার (ডিজিটাল প্রোডাক্ট),সিনিয়র ম্যানেজার (ডিজিটাল প্রোডাক্ট),ফায়ার সেফটি অফিসার,ম্যানেজার (ইনফরমেশন সিকিউরিটি),সিনিয়র ম্যানেজার (ইনফরমেশন সিকিউরিটি),চিফ ম্যানেজার (ইনফরমেশন সিকিউরিটি),ম্যানেজার (তোরে অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ব্যাকআপ),সিনিয়র ম্যানেজার (তোরে অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ব্যাকআপ) র পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ৪১ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
বয়স সীমা ও মাসিক বেতন
ব্যাঙ্ক অফ বরোদা (BOB ) এর বিভিন্ন পদের জন্য বিভিন্ন বয়স সীমা রয়েছে।এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (BOB New Recruitment)
সিনিয়র ম্যানেজার (ডিজিটাল প্রোডাক্ট) পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE / Btech in computer science / computer application /information technology / electronics and telecommunication / electronics and communication/ electronics and instrumentation / MCA পাশ করতে হবে। এছাড়াও ৬ বছরের ব্যাংকিং পরিষেবার অভিজ্ঞতা থাকতে হবে।
ফায়ার সেফটি অফিসারের – পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল ফায়ার সার্ভিসেস কলেজ (NFSC) নাগপুর থেকে ফায়ার বিভাগে BE পাশ করতে হবে। এছাড়া AICTE/ UGC দ্বারা অনুমোদিত কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে অগ্নি প্রযুক্তি/ অগ্নি প্রকৌশল/ নিরাপত্তা এবং অগ্নি প্রকৌশলে চার বছরের পূর্ণকালীন স্নাতক ডিগ্রি (BTech/ BE অথবা সমমানের কোর্স) করতে হবে।
এছাড়াও থাকতে হবে পিএসইউ/ পিএসবি/ কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ শহর ফায়ার ব্রিগেড/ রাজ্য ফায়ার সার্ভিসেস/ কর্পোরেট/ বৃহৎ শিল্প কমপ্লেক্সে অগ্নি নিরাপত্তা ইনচার্জে ফায়ার অফিসার বা সমমানের পদে কমপক্ষে ১ বছরের সম্মিলিত অভিজ্ঞতা। কর্পোরেট/ বৃহৎ শিল্প কমপ্লেক্সে পিএসইউ/ পিএসবি/ কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ শহর ফায়ার ব্রিগেড/ রাজ্য ফায়ার সার্ভিসেস/ অগ্নি নিরাপত্তা ইনচার্জে ফায়ার অফিসার বা সমমানের পদে ন্যূনতম ৩ বছরের সম্মিলিত অভিজ্ঞতা থাকলেও চলবে।
ম্যানেজার (ইনফরমেশন সিকিউরিটি) এর পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে ফুলটাইম বি.ই. / বি. টেক অথবা, ফুলটাইম এমসিএ/ এম এসসি (কম্পিউটার সায়েন্স)/ এমএসসি (আইটি) / সাইবার সিকিউরিটিতে এমএসসি পাশ করতে হবে। শুধু তাই নয় CEH/ CompTIA সিকিউরিটি+/ CCNA এর সার্টিফিকেটও জরুরি। এছাড়া ও প্রার্থীদের আইটি অথবা তথ্য সুরক্ষা ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে কমপক্ষে ১ বছর তথ্য সুরক্ষা ভূমিকা থাকতে হবে। ব্যাংকিং, আর্থিক পরিষেবা এবং বীমা (BFSI) নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (NBFC) আর্থিক প্রযুক্তি (FinTech) সংস্থাগুলি আইটি বহুজাতিক কর্পোরেশন (MNC) ইত্যাদির তথ্য সুরক্ষা থাকতে হবে।
সিনিয়র ম্যানেজার (ইনফরমেশন সিকিউরিটি) এর পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তি/ ইলেকট্রনিক্স ও যোগাযোগে পূর্ণকালীন বি.ই / বি.টেক অথবা, পূর্ণকালীন এমসিএ/ এমএসসি (কম্পিউটার বিজ্ঞান)/ এমএসসি (আইটি)/ সাইবার সুরক্ষা নিয়ে Msc পাশ করতে হবে। এছাড়াও থাকতে হবে CISSP/ CISM/ CISA এর সার্টিফিকেট। শুধু তাই নয় প্রার্থীদের আইটি এবং/ অথবা তথ্য সুরক্ষা ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে তথ্য সুরক্ষার ভূমিকা থাকতে হবে কমপক্ষে ৩ বছরের।
চিফ ম্যানেজার (ইনফরমেশন সিকিউরিটি) এর পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তি/ ইলেকট্রনিক্স ও যোগাযোগে পূর্ণকালীন বি.ই / বি.টেক অথবা, পূর্ণকালীন এমসিএ/ এমএসসি (কম্পিউটার বিজ্ঞান)/ এমএসসি (আইটি)/ সাইবার সুরক্ষা নিয়ে এমএসসি পাশ করতে হবে। এছাড়াও থাকতে হবে CISSP/ CISM/ CISA এর সার্টিফিকেট। আবেদনকারীর আইটি এবং/ অথবা তথ্য সুরক্ষা ক্ষেত্রে ন্যূনতম ৯ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে তথ্য সুরক্ষার ভূমিকা থাকতে হবে কমপক্ষে ৬ বছরের।
ম্যানেজার (তোরে অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ব্যাকআপ) এর পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তি/ ইলেকট্রনিক্স ও যোগাযোগে পূর্ণকালীন বি.ই./ বি.টেক ডিগ্রি পাশ করতে হবে।কারিগরি এবং আইটি ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে স্টোরেজ এবং ব্যাকআপের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ১ বছরের।
সিনিয়র ম্যানেজার (তোরে অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ব্যাকআপ) এর পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পূর্ণকালীন বি.ই./ বি.টেক. কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন নিয়ে ডিগ্রি পাশ করতে হবে। এছাড়াও থাকতে হবে কারিগরি এবং আইটি ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে স্টোরেজ এবং ব্যাকআপের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অফ বরোদা (BOB) এর অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.in এ যেতে হবে।
কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?
এই বিজ্ঞপ্তিটি www.bankofbaroda.in এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (BOB New Recruitment)
এই পদগুলোতে প্রার্থীদের অনলাইন পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।
এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার।
কীভাবে আবেদন করবেন এখানে ?
এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই:-
• প্রথমে ব্যাঙ্ক অফ বরোদা (BOB )এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.bankofbaroda.in/ যেতে হবে।
• তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
• তারপর সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে এবং সকল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন ফি কত ?
এখানে সাধারণ / OBC/ EWS প্রার্থীদের জন্য ৮৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এছাড়া SC/ST/ PWD/ মহিলা প্রার্থীদের ১৭৫ আবেদন ফি দিতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ১২/০৮/২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.bankofbaroda.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
অয়েল ইন্ডিয়াতে কাজের সুযোগ, কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।