Civic Volunteer Latest Update – পশ্চিমবঙ্গে প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহযোগিতার কাজ করে থাকেন সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু এই পদে নিযুক্ত কর্মীদের বেতন খুবই কম। এমনকি অনেক সময় একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয় রাজ্য সরকারের নিয়োগ করা এই কর্মীদের। এবার সিভিক ভলেন্টিয়ারদের কথা চিন্তাভাবনা করে তাদের সমস্যার সমাধান করতে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হলো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
রাজ্যের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করলে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ১০ হাজার টাকা করে বেতন পান। যেহেতু এই কাজ চুক্তিভিত্তিক, তাই খুব একটা সুযোগ সুবিধাও পান না সিভিক ভলেন্টিয়াররা।
মূল্যবৃদ্ধির বাজারে স্বল্প রোজগারের কারণে পরিবারে আর্থিক অনটনও দেখা দেয় সিভিক ভলেন্টিয়ারদের। চুক্তিভিত্তিক কর্মী হওয়ার কারণে ব্যাংকের তরফে কোন সহায়তা বা ঋণের ব্যবস্থা হয় না।
তাই এবার সিভিক (Civic Volunteer Latest Update) ভলেন্টিয়ারদের সামাজিক অগ্রগতির উদ্দেশ্যে রাজ্য সরকার ব্যাংক ঋণ দেওয়ার জন্য রাজ্যের পুলিশ দপ্তর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। অতি দ্রুত এই প্রকল্পের কাজ যাতে শেষ হয় এবং সিভিক ভলেন্টিয়াররা সুবিধা পেতে পারেন তাই যথেষ্ট তৎপরঃ রাজ্য সরকার।
(Civic Volunteer Latest Update)
রাজ্য জুড়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার প্রতিদিন রোদ ঝড় জলকে উপেক্ষা করে আইন রক্ষার দায়িত্ব ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এতদিন পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের বেতন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সংযুক্ত থাকলেও কোন ঋণ পেতেনা সিভিক ভলেন্টিয়াররা। তাই অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
এবার সিভিক ভলেন্টিয়ারদের বেতন একাউন্ট পরিবর্তন হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে কোন মূল্যবান জিনিস জামানাতে রেখে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন সিভিক ভলেন্টিয়াররা। ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন একাউন্ট ট্রান্সফার করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
মাধ্যমিক পাশে পঞ্চায়েত দফতরে চাকরি! বাড়ি থেকেই করা যাবে আবেদন