Civic Volunteers Recruitment News – খবর ছড়াচ্ছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের, বার্তা দিল রাজ্য পুলিশ।

Civic Volunteers Recruitment News – রাজ্যের লোকসভা ভোটের আগে বহু চাকরি, প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরই মধ্যে‌ মার্চ মাসে প্রথম সপ্তাহ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সংবাদমাধ্যমের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি ১ লক্ষ্য সেভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করবেন। এই বিজ্ঞপ্তি প্রতিটি সংবাদমাধ্যম অথবা টুইটারে ছড়িয়ে পড়েছিল।

এই নিয়ে অনেকের মনের সন্দেহ ছিল সত্যিই কি নিয়োগ করা হবে ভলেন্টিয়ার পদে। সেই সন্দেহ দূর করার জন্য আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আলোচিত হতে চলেছে এই সেভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের সত্যি গোপন রহস্য। তাই চাকরিপ্রার্থীদের এই সেভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের আসল সত্যতা যাচার জন্য প্রতিবেদনটি প্রথম থেকে ভালোভাবে শেষ পর্যন্ত অধ্যায়ন করতে হবে।

Civic Volunteers Recruitment News

রাজ্যে নাকি সেভিক ভলেন্টিয়ার পদে ১ লক্ষ্য চাকরিপ্রার্থী নিয়োগ করা হবে এবং এও বলা হয়েছে যে সাধারণ সেভিক ভলেন্টিয়ারদের  মতোই প্রযোজ্য দেওয়া হবে এই সেভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত প্রার্থীদের। যেরকম সেভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১০,০০০ হাজার টাকা করে দেওয়া হয় সেই হিসাবেই বেতন দেওয়া হবে এই পদে নিযুক্ত প্রার্থীদের।

এছাড়াও এই সিভিক ভলেন্টিয়ার থেকে প্রার্থীদের জুনিয়র কনস্টেবল পদে নিযুক্ত করা হবে। এই চাকরি থেকে আবার রিটারের পর নিযুক্ত প্রার্থীদের রিটায়ার পেনশনও দেওয়া হবে। এই সুখবর তথ্য পেয়ে সকল বেকার যুবক-যুবতীদের মনে আশার আলো জেগে ছিল এবং এই খবর বিশ্বাস করে নিয়েছিল ।

এই তথ্য সংবাদমাধ্যমে অথবা (Civic Volunteers Recruitment News) বিভিন্ন টুইটারে চারিদিকে ভুয়ো খবর ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনারের তরফে অফিসিয়াল নোটিফিকেশন দ্বারা জানিয়ে দেয় এরকম সম্বন্ধে তারা কোনোরকম বিজ্ঞপ্তি প্রকাশ‌ করেননি । ওই সেভিক ভলেন্টিয়ার পদে ও সেভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিযুক্ত করার কোনরকম বিজ্ঞপ্তি জারি করেননি তারা।

পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বেকার যুবক-যুবতী প্রাপ্ত চাকরিপ্রার্থীদের এইসব সংবাদ মাধ্যমের পাওয়া (Civic Volunteers Recruitment News) খবর না ভেরিফিকেশন করে বিশ্বাস না করার কথা জানায়। তারা এই ইন্টারনেটের মাধ্যমে পাওয়া খবরের সত্যতা যাচাই না করে ও বিজ্ঞপ্তি ছাড়া কোন চাকরিপ্রার্থী যেন এই ভুয়ো খবরে নজর না দেন।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের কর্তব্য আপনাদের কাছে আসল সত্য তথ্য পৌঁছে দেওয়ার। এরকম কোন বিজ্ঞপ্তি সত্যি কারে প্রকাশ হয়ে থাকলে সবার আগে‌ এই ওয়েবসাইট থেকে পেতে অবশ্যই ওয়েবসাইটটি ফলো রাখবেন।

নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।