CMOH Health Department Job 2023 – জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ,বেতন ১৩,০০০/- টাকা। 

CMOH Health Department Job 2023 – রাজ্যের আবারো চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে চুক্তি ভিত্তিক পদে কর্মী নিয়োগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাChief Medical Officer of Health, Purba Bardhaman
পদের নামসহায়ক নার্স
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ৩০-১১-২০২৩

নতুন চাকরির খবর – চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে আবেদন করুন

পদের নাম ও শূন্যপদ (CMOH Health Department Job 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – সহায়ক নার্স ANM।

২) উল্লেখিত পদে এখানে ১৫ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা (CMOH Health Department Job 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার আগে অতি অবশ্যই ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে।

২) যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৩,০০০/- টাকা থেকে শুরু হবে।

শিক্ষাগত যোগ্যতা (CMOH Health Department Job 2023)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করতে হলে অতি অবশ্যই প্রার্থীদের ANM, GNM সম্পূর্ণ করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এই সংক্রান্ত বিষয় জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

purbabardhaman.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদের নিয়োগ (CMOH Health Department Job 2023) করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে (CMOH Health Department Job 2023) আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০১.০১১.২০২৩
আবেদন শুরু০১.০১১.২০২৩
আবেদন শেষ৩০-১১-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটpurbabardhaman.nic.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর – IIT খড়্গপুরে গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন