টাটা ও মারুতিকে টেক্কা দিতে বাজারে আসছে সস্তার CNG গাড়ি, সাথে ভরপুর নতুন ফিচার্স !

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের CNG বাজারে টাটা ও মারুতি গাড়ির দাপট এবার বন্ধ হতে চলেছে কারণ সূত্র মতে জানা গিয়েছে Citroen বাজারে নতুন CNG গাড়ি নিয়ে আসতে চলেছে। Citroen হল ফ্রান্সের একটি গাড়ি নির্মাণ সংস্থা। জানা গিয়েছে এই কোম্পানিটি Citroen C3 CNG নামের একটি নতুন গাড়ি আনতে চলেছে বাজারে।

CNG গাড়ি সেগমেন্টে এখন পর্যন্ত মারুতি ও টাটার রাজত্বই চলতো। কিন্তু এবার সস্তার রেট্রোফিটেড কিটের মাধ্যমে প্রতিযোগিতার বাজারে নিজের একটি জায়গা তৈরি করতে চলেছে Citroen। এরজন্য কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে টাটা ও মারুতি। চলুন এবার এই গাড়িটির ফিচার, দাম ইত্যাদির বিষয়ে বিস্তারিত জেনে নিই।

কী কী ফিচার থাকছে Citroen C3 CNG গাড়িতে ?

এই গাড়িতে ডাইরেক্ট ফ্যাক্টরি ফিটেড CNG কিট নেই তবে রেট্রোফিটমেন্ট প্রোগ্রাম রয়েছে যেটির মাধ্যমে গাড়িটিতে CNG কিট লাগানো যাবে। সূত্রমতে জানা গিয়েছে এই কিটের দাম প্রায় ৯৩,০০০ টাকা। অর্থাৎ CNG সহ গাড়িটির এক্স-শোরুম প্রাইজ হল ৭.১৬ লাখ টাকা থেকে ৯.২৪ লাখ টাকার মধ্যে।

গাড়িটির বৈশিষ্ট্য কী কী ?

Citroen এই কিটটি Lovato-র সঙ্গে পার্টনারশিপ করে বাজারে আনতে চলেছে। Lovato CNG এর বাজারে একটি জনপ্রিয় নাম। সংস্থাটি জানিয়ে দিয়েছে CNG কিটের চারটি ভ্যারিয়েন্টই পাওয়া যাবে। চারটি ভ্যারিয়েন্টের মধ্যে রয়েছে – Live, Feel, Feel (O), এবং Shine। শুধু তাই নয় বুট স্পেস অথবা গাড়ির ব্যবহারিক সুবিধায় কোনও খামতি রাখেনি কোম্পানিটি।

এছাড়া জানা যাচ্ছে CNG নজেলটি পেট্রোল নজেল ইনপুটের একদমই পাশেই দেওয়া হয়েছে। এরফলে ফুয়েল ভরা নিয়ে কোনো ধরনের অসুবিধা হবে না। শুধু তাই নয় গাড়ির রাইডিং বজায় রাখার জন্য রিয়ার শক অ্যাবজর্বার, সাসপেনশন স্প্রিংস ও অ্যান্টি-রোল বার টিউন ফিচারও যুক্ত করা হয়েছে গাড়িতে।

গাড়িটির পারফরম্যান্সের কেমন ?

জানা গিয়েছে এই গাড়িটির CNG কিটটি একটি ৫৫ লিটার ওয়াটার ইকুইভ্যালেন্ট সিঙ্গল সিলিন্ডার ইউনিট। গাড়ির ট্যাঙ্কে ১৭০ কিলোমিটার থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয় ARAI-র হিসেবে প্রতি কেজিতে ২৮.১ কিলোমিটার মাইলেজ দিতে চলেছে গাড়িটি।

টাকা পয়সার হিসেব করতে গেলে জানা যায় গাড়িটি প্রতি কিমি চালাতে খরচ হবে মাত্র ২.৬৬ টাকা। গাড়িটি ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনে চলবে যেখানে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স থাকবে। যদিও সংস্থাটি CNG ভ্যারিয়েন্টের নির্দিষ্ট আউটপুটের বিষয়ে কোনো কিছুই জানায়নি।

তবে জানা যাচ্ছে পেট্রোল ভ্যারিয়েন্টে এটি ৮১ bhp শক্তি এবং ১১৫ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। সুতরাং বোঝাই যাচ্ছে Citroen C3 CNG গাড়িটি বাজারে আসলেই টাটা ও মারুতির উপর অনেকটাই চাপ বাড়বে। কারণ বেশিরভাগ মানুষই আজকাল সাশ্রয়ী ও আধুনিক অপশনের গাড়ি খুঁজছেন তাই তাদের কাছে Citroen- এর এই গাড়িটিই কিন্তু সেরা বিকল্প হবে টাটা ও মারুতির চেয়ে

বাতিল ১৫ লাখের মতো রেশন কার্ড! তাহলে কি আপনার কার্ডও বাতিল হল ? বড় সিদ্ধান্ত – জেনে নিন বিস্তারিত

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com