Cochin Shipyard Job Vacancy 2023 – রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা জাহাজ বন্দরে কাজের বিজ্ঞপ্তি জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশির খবর। মাধ্যমিক পাস যোগ্যতায় কোচিং শিপয়ার্ড লিমিটেড তরফ থেকে প্রায় ৩০০ পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে সারা ভারতবর্ষের নাগরিক সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | Cochin Shipyard Limited |
পদের নাম | ITI Trade Apprentice, Technician (Vocational) Apprentice |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ০৪-১০-২০২৩ |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন
পদের নাম ও শূন্যপদ (Cochin Shipyard Job Vacancy 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ITI Trade Apprentice, Technician (Vocational) Apprentice – এছাড়া এখানে যেসব পদে প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল Painter, Electrician,Instrument Mechanic, Draughtsman, Fitter, Welder, Mechanist, Electronic Mechanic, Plumber ইত্যাদি।
২) এই পদ গুলিতে নিয়োগ করা হবে মোট ৩০০ জনকে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের এখানে ন্যূনতম ১৮ বছর হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার আগে অবশ্যই ৪ অক্টোবর ২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে দেখে নিতে হবে।
২) এখানে আইটিআই (Cochin Shipyard Job Vacancy 2023) অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসিক ৮০০০/- টাকা এবং ভোকেশনাল অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসিক ৯০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Cochin Shipyard Job Vacancy 2023)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেড গুলির মধ্যে যেকোনো একটিতে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট প্রতিষ্ঠান প্রদত্ত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। ভোকেশনাল (Cochin Shipyard Job Vacancy 2023) প্রশিক্ষণের জন্য ভোকেশনাল বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.cochinshipyard.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের(Cochin Shipyard Job Vacancy 2023) মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.cochinshipyard.com রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০-০৯-২০২৩ |
আবেদন শুরু | ২০-০৯-২০২৩ |
আবেদন শেষ | ৪ অক্টোবর, ২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.cochinshipyard.com |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Here |
নতুন চাকরির খবর – ৭৫৪৭ শূন্যপদে SSC কনস্টেবল পদে চাকরি, আবেদন করুন অনলাইনে।