DG EME Recruitment 2024 – গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, বেতন প্রতিমাসে ২০,২০০। 

DG EME Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। কেন্দ্র সরকারের অধীনে ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাDirectorate General Of Electronics And Mechanical Engineers
পদের নামVarious
মোট শূন্যপদ৬২৫ টি
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখবিজ্ঞপ্তি বেরোন ২১ দিনের মধ্যে শেষ 

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ভেহিকেল মেকানিক, ড্রাফ্টস ম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ওয়েল্ডার, লোয়ার ডিভিশন ক্লার্ক, কুক, সিভিলিয়ান মোটর ড্রাইভার, ফায়ার ম্যান, টেলিকম মেকানিক্স, ইত্যাদি।

২) এখানে মোট শূন্যপদ ৬২৫ টি।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩০মধ্যে হতে হবে।আবার কিছু পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

২) যদি আপনারা এই পদ গুলোতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন কেন্দ্র সরকারের পে ব্যান্ড অনুযায়ী ৫২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। তবে অবশ্যই পে ব্যান্ড অনুযায়ী আলাদা আলাদা পদে আলাদা আলাদা বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (DG EME Recruitment 2024)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য বলা হচ্ছে এখানে যেহেতু অনেকগুলি শূন্যপদ আছে প্রত্যেক শুন্য পদেই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে যেমন কোন পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। আবার কোন পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশ যোগ্যতা তাছাড়া ডিপ্লোমা ডিগ্রী থাকলেও আবেদন করা যাবে। সে ক্ষেত্রে প্রার্থীদের কাছে অনুরোধ করা হচ্ছে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

cbcindia.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) দশম শ্রেণি পাসের মার্কশিট।
২) পরিচয়ের প্রমাণপত্র।
৩) PWD সার্টিফিকেট, EWS সার্টিফিকেট (যদি প্রোজজ্য হয়)
৪) জন্ম তারিখের প্রমাণপত্র।
৫) মেডিকেল সার্টিফিকেট।
৬) ট্রান্সজেন্ডার সার্টিফিকেট।

আবেদন মুল্য কি লাগবে ?

সকল প্রার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে,  যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের এখানে কোনরকম আবেদন মূল্য লাগছেনা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া (DG EME Recruitment 2024)

এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে এখানে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট (DG EME Recruitment 2024) আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরুর তারিখ….
আবেদনের শেষ তারিখবিজ্ঞপ্তি বেরোন ২১ দিনের মধ্যে শেষ 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

অষ্টম পাশে জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১২,০০০ টাকা।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা।  এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।