District Resource Person Vacancy 2025 – সম্প্রতি ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট দার্জিলিং (DMMU Darjeeling) একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক শিক্ষাগত যোগ্যতায় এখানে ছেলে মেয়ে নির্বিশেষে কর্মী নিয়োগ করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।
নিয়োগ সংস্থা | ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট দার্জিলিং |
পদের নাম | ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | Offline |
আবেদনের শেষ তারিখ | ১৯/১১/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) মোটর ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন (Institutional Building), ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন (Farm Livelihoods)-এর পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ৪ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
বয়স সীমা ও মাসিক বেতন
এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১/০৯/২০২৫ অনুযায়ী ২৫-৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছ। নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন ১২০০ থেকে ২২০০ টাকা দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (District Resource Person Vacancy 2025)
এই পদগুলোতে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করতে হবে। এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই দার্জিলিং জেলার অফিসিয়াল darjeeling.gov.in – এর যেতে হবে।
কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?
এই বিজ্ঞপ্তিটি darjeeling.gov.in-এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এই পদগুলোতে প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্রাকটিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।
এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক এডমিট কার্ড, মার্কশিট ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার
৫) কম্পিউটার সার্টিফিকেট
৬) অভিজ্ঞতার সার্টিফিকেট
৭) কাস্ট সার্টিফিকেট।
কীভাবে আবেদন করবেন এখানে ?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন ফি
প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে কিনা (District Resource Person Vacancy 2025) সেটা উল্লেখ করা হয়নি।এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
Additional District Mission Director, Anandadhara & PD DRDC, GTA Lowis Jubilee Complex Darjeeling 734101
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | darjeeling.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Application Form | Download |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।