DM Office New Job Notification: DM দপ্তরে নতুন কর্মী নিয়োগ,ভালো বেতনের চাকরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DM Office New Job Notification:সম্প্রতি ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিস একাধিক শূন্যপদে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক শিক্ষাগত যোগ্যতায় এখানে ছেলে মেয়ে নির্বিশেষে কর্মী নিয়োগ করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই ।

নিয়োগ সংস্থাDistrict Magistrate & Collector Office Jhargram
পদের নামঅ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার।
মোট শূন্যপদনিচে উল্লেখিত 
আবেদন মাধ্যমOffline
আবেদনের শেষ তারিখ০৩/১১/২০২৫

পদের নাম ও শূন্যপদ

১) মোটর অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার-এর পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ২ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

বয়স সীমা ও মাসিক বেতন (DM Office New Job Notification)

এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১/১২/২০২৫ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে হতে হবে কারণ এই পদগুলোতে শুধু রিটায়ার পার্সনই আবেদন করতে পারবে। নির্বাচিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী ২৮,০০০-২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলোতে আবেদন করবার জন্য প্রার্থীদের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার/ সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার/ জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে রিটায়ার হতে হবে।

এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল jhargram.gov.in – এর যেতে হবে।

কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?

এই বিজ্ঞপ্তিটি jhargram.gov.in-এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া (DM Office New Job Notification)

এই পদগুলোতে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2025 জানুন ক্লিক করেView Now

এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার।
৫) Pension Payment Order অথবা অন্যান্য রিটিয়ার প্রমাণপত্র।

কীভাবে আবেদন করবেন এখানে ?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে (DM Office New Job Notification) প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এছাড়া নাম, তারিখ ও স্ব-প্রত্যয়িত থাকতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন ফি

প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

The Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development Department, Office of the District Magistrate & Collector, Jhargram অথবা আপনি চাইলে ইমেইলের মাধ্যমেও আবেদন জানাতে পারবেন। এরজন্য আপনাকে pojhargram@gmail.com এ ইমেইল করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ : ০৩/১১/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটjhargram.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

রাজ্যে স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১১৮৮টি।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com