আবারো রাজ্যের DA মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের কর্মীরা অনেকদিন ধরেই সরকারকে মহার্ঘ ভাতা বাড়াতে বলে আসছে কিন্তু সেটি কিছুতেই বাড়ছে। তাই এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অনেক কর্মীরা।
অন্যদিকে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোর পাশাপাশি অষ্টম বেতন কমিশন চালু করার ঘোষণা করেছে। আর এদিকে রাজ্য সরকার ডিএও বাড়ছেই না এবং সপ্তম পে কমিশনও চালু করছেনা। অনেকদিন ধরেই এই বিষয়ে শুনানি পিছিয়ে যাচ্ছে, যার জন্য সরকারি কর্মীরা খুবই হতাশায় রয়েছে।
বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন
ডিএ (DA Update) সংক্রান্ত মামলার শুনানি কবে হবে ?
আজ ২৫ মার্চ এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে উঠবে। এটি জানতে পেরে অনেক কর্মীরাও হয়তো খুশি হবেন। তারা মনে করছে এবার তাদের বকেয়া ডিএ দিতে দেওয়া হবে।
কবে দেওয়া হবে বকেয়া ডিএ ?
রাজ্য সরকারের কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বাবু বলেছেন এই মামলাটি ৯৫ নম্বরে রয়েছে । তাই কিছুক্ষন অপেক্ষা করতে হবে এই শুনানির জন্য।
ডিএ মামলা (DA Update )২০১৬ সালে কলকাতা হাইকোর্ট ও স্যাটে ডের করা হয়েছিল। যেটি ২০২২ সালে সুপ্রিম করতে পৌঁছে যায়। কিন্তু এখন পর্যন্ত সেটির কোন শুনানি হয়নি। তাই এই শুনানি যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো হবে। কারণ এতে সরকারের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
তাই আশা করা হচ্ছে আজ এটির শুনানি হয়ে যাবে। অন্যদিকে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কর্মীদের বকেয়া দিয়ে দিতে। কিন্তু সরকার সেটি না মেনে উচ্চ আদালতে গিয়েছিল। তবে যদি সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলে তবে রাজ্য সরকার কী করবে এখন এটাই দেখার বিষয়।
রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?