ECIL Recruitment 2025 – ECIL কলকাতা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ৪০ হাজার টাকা। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ECIL Recruitment 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড দপ্তরে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদন টি।

নিয়োগ সংস্থাইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমইন্টারভিউ 
ইন্টারভিউ  তারিখ প্রতিটি আলাদা আলাদা স্থানের জন্য আলাদা আলাদা তারিখে কলকাতাতে ইন্টারভিউ হবে ১০/০৩/২০২৫ তারিখে, চেন্নাইয়ে ইন্টারভিউ হবে ০৪/০৩/২০২৫ তারিখে ও ব্যাঙ্গালুরুরে ইন্টারভিউ হবে ০৬/০৩/২০২৫ তারিখে ।

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Project Engineer, Technical Officer, Assistant Engineer, Assistant Project Engineer, Senior Artisan

২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ দেখে নিতে হবে।

বয়স সীমা ও বেতন

১) এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

২) উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ২২,৭১৮ টাকা থেকে সর্বোচ্চ ৫৫,০০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। তবু আপনার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা (ECIL Recruitment 2025)

এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের  অবশ্যই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে ।

  • প্রকল্প প্রকৌশলী/কারিগরি কর্মকর্তা – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ BE/B.Tech ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে ১ বছর থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সহকারী প্রকৌশলী / সহকারী প্রকল্প প্রকৌশলী – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে ১ বছর থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সিনিয়র কারিগর – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করতে হবে। এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.ecil.co.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্মের প্রমাণ হিসাবে মাধ্যমিক পাসের শংসাপত্র বা স্কুল ছাড়ার শংসাপত্র।
২) যোগ্যতার সমর্থনে নথি হিসাবে (সার্টিফিকেট এবং মার্কস শীট)।
৩)  অভিজ্ঞতার শংসাপত্র।
৪) ক্যাটাগরি সার্টিফিকেট (EWS/OBC/SC/ST)।
৫) পরিচয়ের প্রমাণপত্র হিসাবে (আধার, পাসপোর্ট ইত্যাদি)‌।
৬) PwBD সার্টিফিকেট।
৭) পাসপোর্ট সাইজের ফটোকপি।

নিয়োগ প্রক্রিয়া (ECIL Recruitment 2025)

এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে ইন্টারভিউ এর মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন। 

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত
ইন্টারভিউ তারিখকলকাতাতে ইন্টারভিউ হবে ১০/০৩/২০২৫ তারিখে,

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.ecil.co.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

কোলকাতা মেট্রো রেলে চাকরি, সময় সীমিত আজই আবেদন করুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।