ESIC Job Recruitment – পশ্চিমবঙ্গে শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ।

ESIC Job Recruitment – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। রাজ্যের সরকারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীদের উচ্চমানের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুখবর এবং সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীদের কোনরকম আবেদন জানাতে হবে না। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে
পদের নামSenior Resident under Residency Scheme (Clinical and Non-clinical)
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমইন্টারভিউ
ইন্টারভিউ তারিখ ০১/০৭/২০২৪ ও ০২/০৭/২০২৪

পদের নাম ও শূন্যপদ

(১) এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হল – Senior Resident under Residency Scheme (Clinical and Non-clinical)

(২) এই পদগুলিতে মোট ৫৭ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়সসীমা ও বেতন (ESIC Job Recruitment)

(১) উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের  সর্বোচ্চ ৪৫ বছর বয়সসীমা রাখা হয়েছে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদগুলোতে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১,৪০,১৩৯/- টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের MCI/NMC স্বীকৃত মেডিকেল (ESIC Job Recruitment) ইনস্টিটিউশন/হাসপাতাল থেকে মেডিকেল পিজি ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও আবেদন কারীদের প্রার্থীদের অবশ্যই এমসিআই/এনএমসি/স্টেট মেডিকেল কাউন্সিলের অধীনে নিবন্ধিত হতে হবে । অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

www.esic.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কিভাবে আবেদন করতে হবে

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।

নিয়োগ প্রক্রিয়া

(ESIC Job Recruitment) এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের  নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদন কারীদের নিযুক্ত হওয়ার জন্য কোনরকম পরীক্ষা দিতে হবে না। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

এখানে আবেদনকারীদের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং কাজের দক্ষতার চুক্তিসীমা বাড়তে পারে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

ইন্টারভিউর তারিখ০১/০৭/২০২৪ ও ০২/০৭/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.esic.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর –পশ্চিমবঙ্গে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।