February Month Government Holiday List -জানুয়ারি মাস শেষ, শুরু হয়ে গিয়েছে ফেব্রুয়ারি। আগের মাসে বেশ কয়েকদিন ছুটি পেয়েছেন সরকারি দপ্তরের কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। ফেব্রুয়ারি মাসের শুরু হয়েছে ছুটির দিন দিয়ে। সরস্বতী পুজো উপলক্ষে ফেব্রুয়ারি মাসের ২ এবং ৩ তারিখ ছুটি স্কুল। তবে ২ তারিখ রবিবার পড়ার কারণে ৩ তারিখ সোমবার ছুটি দেওয়া হয়েছে।
১৪ ই ফেব্রুয়ারি বন্ধ থাকবে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং সরকারি অফিস। কারণ ওই দিন শুক্রবার পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী ও সবেবরাত পড়েছে। তাই একটি ছুটি মার যাচ্ছে। এরপর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেদিন বিদ্যালয় গুলিতে পঠন-পাঠন বন্ধ থাকার কথা থাকলেও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে, ওই দিনে বিদ্যালয়ে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে।
ICDS সুপারভাইজার নিয়োগ! প্রকাশিত হবে ১৭২৯ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি
আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। সেই উপলক্ষে রাজ্য জুড়ে স্কুলগুলি বন্ধ থাকবে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে গোটা রাজ্য জুড়ে। যে স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে, সেই স্কুলগুলিতে পঠন-পাঠন সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
নতুন বছরে রাজ্যজুড়ে ২৫ দিন ছুটি রয়েছে। এছাড়াও রাজ্য সরকারের ছুটি রয়েছে বেশ কিছু। ২০২৫ সালের ৮ টি ছুটির দিনে পড়েছে রবিবার। এই বছর বিবেকানন্দের জন্মদিন ১২ ই জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস ২৬ শে জানুয়ারি সরস্বতী পুজোর ২ ফেব্রুয়ারি রবিবার ছিল। তারপরে আবার রামনবমীও পড়েছে ৬ এপ্রিল রবিবার। আর রাখিপূর্ণিমা ৯ অগস্ট, ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী-এই প্রত্যেকটি দিন রবিবার থাকছে বলে আলাদা করে ছুটি মিলবে না।
চলতি বছরে দুর্গা পূজার ছুটি (February Month Government Holiday List)
এবারে সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো। সেপ্টেম্বরের ২৮ তারিখে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে রাজ্য সরকারের পক্ষ থেকে পূজার ছুটি দেওয়া হবে। কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে ৬ অক্টোবর ছুটি। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। ৯ অক্টোবর স্কুল খোলার কথা। ২০ অক্টোবর কালীপুজো রয়েছে। ভাইফোঁটা ২৩ অক্টোবর। কালীপুজো ভাইফোঁটা মিলিয়ে প্রায় এক সপ্তার মতো ছুটি পাওয়া যাবে।
32,438 শূন্যপদে রেলে গ্রুপ D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন।