First July New Rules 2025 – আগামী ১ জুলাই থেকে সাধারণ মানুষের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর কিছুদিন আগেই অনেকগুলো নতুন নিয়ম সংশোধন করেছে যেগুলোর প্রভাব প্যান কার্ড, ব্যাংকিং লেনদেন, রেল টিকিট বুকিং, এলপিজি গ্যাস এবং ক্রেডিট/ডেবিট কার্ড ইত্যাদির উপর পড়বে। এই নিয়মগুলো অর্থনৈতিক ক্ষতি থেকে যেমন বাঁচাবে তেমনি নানা ধরনের পরিষেবা থেকেও সাধারণ মানুষকে বঞ্চিত করবে। তাই আজই এই নিয়মগুলোআর বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিন।
🟢 প্যান কার্ডে করতে হবে KYC 🟨
সরকার ইতিমধ্যেই প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করা ও KYC বাধ্যতামূলক করে দিয়েছে। যারা চলতি বছরের ৩০ জুনের মধ্যে KYC আপডেট করবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ফলে ইনকাম ট্যাক্স ফাইলিং, ব্যাঙ্কিং লেনদেন ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই শীঘ্রই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করুন ও KYC করে ফেলুন, এরজন্য আপনাকে ইনকাম ট্যাক্স এর পোর্টালে যেতে হবে।
🟢 এটিএম ও ক্রেডিট কার্ড ব্যবহার নিয়েও নতুন নিয়ম চালু করা হচ্ছ🟨
দেশের সমস্ত ব্যাঙ্ক তাদের গ্রাহকদের বার্ড ব্যবহার করা নিয়ে সচেতন করে দিয়েছে। এখন থেকে আন্তর্জাতিক লেন দেন করার জন্য আলাদা করে অনুমতি নিতে হবে গ্রাহকদের। মূলত এটি নিরাপত্তার জন্যই করা হচ্ছে। তাই আপনি যদিও বিদেশে আপনার কার্ড ব্যবহার করতে চান তাহলে আপনাকে অনুমতি নিতেই হবে। এছাড়া এখন থেকে এটিএম থেকে নির্দিষ্ট সংখ্যক লেনদেন ববেশি লেনদেন করলে এক্সট্রা চার্জ দিতে হবে। শুধু তাই নয় প্রতারণা বন্ধ করার জন্য OTP তেও লিমিট সেট করতে বলা হয়েছে গ্রাহকদের।
🟢 আপনি যদি গ্যাসের ভর্তুকি পেতে চান তাহলে আপনাকে আধার কার্ড ও প্যান কার্ড লিংক করতে হবে ?
এবার থেকে গ্যাসের ভর্তুকি পেতে আধার কার্ড ও প্যান কার্ড লিংক করাতে হবে এবং সেগুলো যুক্ত থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। নাহলে কিন্তু আপনি ভর্তুকি পাবেন না। এরজন্য আপনাকে যাচাই করে নিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান কার্ড লিংক করা রয়েছে কিনা। এছাড়াও গ্যাস বিতরণ করা সংস্থার সঙ্গে আপনার আধার কার্ডটি লিংক করাতে হবে।
🟢 ট্রেনের টিকিট বুকিংয়েও নিরাপত্তা বাড়ানো হচ্ছে 🟨
১ জুলাই থেকে রেলওয়ের অনলাইন টিকিট বুকিংয়েও অতিরিক্ত নিরাপত্তা আনা হচ্ছে। যদি আপনি KYC না করে থাকেন তাহলে আপনি একাধিক টিকিট বুক করতে পারবেন না। তাই অনলাইন IRCTC অ্যাকাউন্টে এবার থেকে KYC বাধ্যতামূলক করা হবে। শুধু তাই নয় রেলওয়ে স্টেশনে নতুন স্ক্যানিং ব্যবস্থা ও হাই-রেজোলিউশন সিসিটিভি বসানো হবে। এছাড়া সন্দেহজনক অ্যাকাউন্ট বা ফেক ইউজারের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। ।
🟢 ঋণ ও ব্যাঙ্ক লেনদেনেও অনেক বদল আনা হচ্ছে 🟨
এবার থেকে ব্যাংক ও NBFC গুলো ছোট ছোট ঋণের ক্ষেত্রেও ক্রেডিট স্কোর ও ইনকাম যাচাই করবে খুব কঠোরভাবে। মূলত ঋণ প্রদানে স্বচ্ছতা ও প্রতারণা রোধ করার জন্যই এই পরিবর্তনটি করা হচ্ছে। এতে ঋণ পাওয়া একটু হলেও কঠিন হবে। যদি আপনার ভালো ক্রেডিট স্কোর থাকে তাহলে আপনি ভালো সুবিধা পাবেন। এছাড়াও KYC ও ইনকাম প্রমাণ দিতে হবে বাধ্যতামূলক করা হয়েছে।
🟢 সুরক্ষিত করা হবে ডিজিট্যাল পেমেন্টকে 🟨
যদি আপনি আপনার UPI ও মোবাইল ওয়ালেট দিয়ে বেশি টাকার লেনদেন করতে চান তাহলে আপনাকে দুই স্তরের নিরাপত্তা যাচাই করতে হবে। এতে ফিশিং ও নানাধরণের স্ক্যাম একটু হলেও কমবে। এখানে বায়োমেট্রিক ও OTP যাচাই বাধ্যতামূলক করা হবে। সুতরাং আগামী ১ জুলাইয়ের আগেই সমস্ত নথি ও অ্যাকাউন্ট যাচাই করে নিতে হবে আপনাকে। দেরি করলে পরে আপনারই ক্ষতি হবে। তাই যত শীঘ্র সম্ভব এগুলো যাচাই করে নিন।
বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে TVS! কেমন ফিচার দেখুন এখনই