Flipkart Internship 2025 – উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Flipkart Internship 2025 – যদি আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন আর অনেকদিন ধরেই কাজ খুঁজছেন। তাহলে ফ্লিপকার্ট আপনার জন্য নিয়ে এসেছে Flipkart Internship 2025। ফ্লিপকার্ট হল ভারতের শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি আর এই কোম্পানির ইন্টার্নশিপ প্রোগ্রামে বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে এক্সপার্ট গাইডেন্স সবই পাওয়া যাবে। চলুন এই ইন্টার্নশিপের ব্যবহারে বিস্তারিত জেনে নিই।

বসয়সীমা – পদের নাম

পদের নাম – এখানে ফুল টাইম ইন্টার্নের পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাকে অফিসে গিয়ে কাজ করতে হবে। এটির জন্য আপনার সামান্যতম যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা – এই পদে আবেদন করবার বয়সীমা কত হতে হবে তা উল্লেখ করা হয়নি। যদি এই বিষয়ে আপনার আরো কিছু জানার থাকে তাহলে আপনি এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দেখে নিতে পারেন।

শূন্যপদ – এখানে কয়টি পদে আবেদন করতে পারবে ছাত্র ছাত্রীরা সেটি জানানো হয়নি। আপনি চাইলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দেখে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা – মাসিক বেতন

শিক্ষাগত যোগ্যতা – যেসকল ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাশ করেছেন তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের ০-১ বছরের অভিজ্ঞতা থাকে তাহলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন।এছাড়াও থাকতে হবে ভালো কমিউনিকেশন ও লিখিত স্কিল থাকতে হবে। শুধু তাই নয় থাকতে হবে ই-কমার্চ, ডিজিট্যাল প্লাটফর্ম সম্পর্কে জ্ঞান ও শেখার ইচ্ছা, দলগত কাজের মনোভাবও।

স্টাইপেন্ড – এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২২,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এই বিষয়ে আরো জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

নিয়োগ পদ্ধতি – আবেদন প্রক্রিয়া (Flipkart Internship 2025)

নিয়োগ পদ্ধতি – এই পদে প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে তা জানানো হয়নি। এই বিষয়ে যদি আরো বেশি কিছু জানার থাকে তাহলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করুন।

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করবার জন্য আপনাকে সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে অথবা আপনি চাইলে নির্দিষ্ট জব পোর্টালে গিয়েও আবেদন করতে পারবেন। এরপর নিজের বায়োডাটা দিয়ে সমস্ত তথ্য ঠিকমতো পূরণ করে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে যদি আরো বেশি কিছু জানার থাকে তাহলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করুন।

আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

যদিও কী কী ডকুমেন্ট লাগবে সেটির উল্লেখ করা হয়নি তাই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য জেনে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করতে হবে।

এই ইন্টার্নশিপটা কতটা গুরুত্বপূর্ণ ?

ফিল্পকার্টের এই ইন্টার্নশিপটি হল উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য একটি দুর্দান্ত (Flipkart Internship 2025) কাজের সুযোগ।এখানে যেমন আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন ঠিক তেমনি নতুন দক্ষতা শিখতে পাবেন এবং সাইপেন্ডও পাবেন। এই ইন্টার্নশিপটি মূলত তাদের জন্য যারা কর্পোরেট জগতে কাজ করতে চান।

এই ইন্টার্নশিপের মূল দায়িত্ব ও কাজ কী ?

এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করলে আপনি

• দলের মিটিং-এ অংশগ্রহণ ও কাজের পরিকল্পনা তৈরি করার সুযোগ পাবেন।
• প্রোজেক্ট প্রগ্রেস ডকুমেন্টেশন ও রিসার্চ রিপোর্ট তৈরি করা শিখতে পারবেন।
• এছাড়াও ফ্লিপকার্টের ইন্টারনাল টুল ও প্ল্যাটফর্মের বিষয়ে শিখতে পারবেন।
• মেন্টর ও টিমমেটদের সঙ্গে সহযোগিতা করে কাজ করতে পারবেন।
• ফিডব্যাক গ্রহণ ও প্রফেশনাল স্কিলও বাড়াতে পারবেন।

এই ইন্টার্নশিপটি কেন গুরুত্বপূর্ণ ?

বর্তমান সময়ে ফ্লিপকার্ট-এর মতো কোম্পানিতে ইন্টার্নশিপ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এই ইন্টার্নশিপে যেগুলো সুযোগ পাওয়া যাবে –

• স্টাইপেন্ড সহ শিক্ষণমূলক সুযোগ পাওয়া যাবে।
• এই ইন্টার্নশিপ করলে আপনার রেজিউমে শক্তিশালী হবে, যেটি পরবর্তীতে কাজে লাগবে।
• আপনি ভবিষ্যতে ফুলটাইম কাজের সুযোগ পেয়ে যেতে পারেন।

কোন কোন বিভাগে ইন্টার্ন নিচ্ছে কোম্পানিটি ?

• মার্কেটিং: ক্যাম্পেইন তৈরি, ইউজার এনগেজমেন্ট বিশ্লেষণ, মার্কেট রিসার্চ।
• প্রোডাক্ট ম্যানেজমেন্ট: ইউজার রিসার্চে সহায়তা, নতুন ফিচার টেস্টিং, ফিডব্যাক প্রদান।
• ডেটা অ্যানালিটিক্স: ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ, ব্যবসায়িক ইনসাইট তৈরি।
• সাপ্লাই চেইন: ইনভেন্টরি, লজিস্টিক্স ও ভেন্ডর কোঅর্ডিনেশন।
• কাস্টমার সাপোর্ট: গ্রাহকদের প্রশ্নের উত্তর, পরিষেবা উন্নতকরণ করা।

১৬,৫০০ টাকা বেতনে DM অফিসে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com