বর্তমানের ডিজিটাল যুগে বাড়িতে বসে লাখ লাখ আয় করা খুবই সহজ (Earn money)। যদিও আপনিও এরকমভাবে টাকা আয় করতে চান তাহলে আজ আমরা কয়েকটি গোপন ওয়েবসাইটের নাম বলবো যেগুলোর সাহায্যে আপনি অনায়াসেই টাকা আয় করতে পারবেন।
এই ওয়েবসাইটগুলোর সাহায্যে সাধারণ কয়েকটি কাজ অর্থাৎ সার্ভে, অ্যাপ টেস্টিং, নেট ব্যবহার করে কেনাকাটা করে টাকা কামানো ইত্যাদি করে টাকা কামাতে পারবেন। চলুন জেনে নিই সেইসব ওয়েবসাইট কী কী যেগুলোর মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছেন সাধারণ মানুষ।
🟦 ১) ফ্রি ক্যাশ
এই ওয়েবসাইটে আপনি ছোটো ছোটো কাজ যেমন সমীক্ষা করা, গেম খেলা, অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি করে টাকা আয় করতে পারবেন। এখানে আপনি যে কয়টি কাজ করবেন তার বিনিয়মে কয়েন পাবেন যেটিকে আপনি পেপ্যালে নগদ টাকা বা আমাজন গিফট কার্ডে এক্সচেঞ্জ করতে পারবেন। শুধু তাই নয় আপনি চাইলে সেটিকে ক্রিপ্টোতেও রূপান্তর করতে পারবেন।
🟦 ২) মাই পয়েন্টস
এখানে অনলাইন শপিং করে, ইমেল পড়ে ও সমীক্ষা করে পয়েন্ট লাভ করতে পারবেন এবং সেই পয়েন্টগুলোকে পেপ্যাল ক্যাশ বা আমাজন গিফট কার্ডে রূপান্তরিত করে নিতে পারবেন।
🟦 ৩) সার্ভে জাঙ্কি
এই ওয়েবসাইটটি অন্যতম বিখ্যাত সার্ভে সাইট যেখানে আপনি প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করতে পারবেন। যতগুলো প্রশ্নের উওর দেবেন ততগুলোই পয়েন্ট পাবেন। এরপর সেটিকে গিফট কার্ড অথবা পয়েন্ট হিসেবে নিতে পারবেন।
🟦 ৪) ব্র্যান্ডেড সার্ভেস
ব্র্যান্ডেড সার্ভে হল একটি ফ্রি ওয়েবসাইট যেখানে আপনি প্রতি সমীক্ষা পিছু ৩০০ থেকে ৪০০ টাকা করে আয় করতে পারবেন। এখানে আপনি অনায়াসেই ১০ হাজার টাকা আয় করতে পারবেন অর্থাৎ আপনাকে প্রতিদিন ৩টি সমীক্ষা করতে হবে। আপনি এটির পেমেন্ট l পেপ্যাল, ব্যাঙ্ক ট্রান্সফার বা গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন।
🟦 ৫) রেসপন্ডেন্ট
এখানে মূলত রিসার্চ ইন্টারভিউ করতে হয় যেটি করলে আপনি ১০০০ থেকে ৫০০০ পর্যন্ত আয় করতে পারবেন। এখানে বিভিন্ন সংস্থা আপনাকে ডাকবে আপনার মতামত নেওয়ার জন্য। এই ইন্টারভিউ সম্পূর্ণ অনলাইনে হবে তাই আপনি নিজের ইচ্ছে মতোই সময় বেছে নিতে পারবেন ইন্টারভিউয়ের জন্য।
🟦 ৬) ইউজার ইন্টারভিউ
এখানে আপনি মার্কেট রিসার্চ নিয়ে স্টাডি করতে পারবেন। এরজন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রোফাইল বানাতে হবে এবং স্টাডির জন্য আবেদন জানাতে হবে। এরপর সময়ে সময়ে ইন্টারভিউ দিতে হবে আর সেটির পরই আপনি গিফট কার্ড অর্জন করতে পারবেন।
🟦 ৭) ফিল্ড এজেন্ট
সবার শেষে রয়েছে ফিল্ড এজেন্ট ওয়েবসাইটটি। এটি একটি মোবাইল অ্যাপ যেটির সাহায্যে আপনি যেকোনো রিটেল স্টোর থেকে কেনাকাটা করে, সার্ভে করে এবং পণ্যের রিভিউ দিয়ে টাকা আয় করতে পারবেন।
তবে মনে রাখবেন এই ওয়েবসাইটগুলো থেকে টাকা আয় করার আগে খুব সাবধানে থাকতে হবে আপনাকে। এগুলোতে রেজিস্ট্রার করার জন্য কোনো টাকা দিতে হয়না যদি কেউ টাকা চায় তাহলে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান। এগুলো ওয়েনসাইট ব্যবহার করার আগে অবশ্যই ব্যবহারকারীদের রিভিউ পড়ে নেবেন ও আপনার জমানো টাকা এই ওয়েবসাইটগুলো থেকে সময়ে সময়ে তুলে নিতে হবে। এছাড়া যতগুলো টাস্ক করবেন ততগুলোর রেকর্ড নিজের কাছে রেখে দিতে হবে।
মাত্র ৫৪৯৯ টাকায় পাওয়া যাবে জিও এসি! আজি নিয়েও আসুন বাড়িতে।