Forest Department New Recruitment 2024 – বন দপ্তরে নতুন কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।

Forest Department New Recruitment 2024 – আবারও চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’য় গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাWildlife Institute of India
পদের নামLab Attendant, Driver (Ordinary Grade), Technical Assistant
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ ১৪-০৩-২০২৪

নতুন চাকরির খবর – মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, বেতন ২০,২০০/- টাকা

পদের নাম ও শূন্যপদ (Forest Department New Recruitment 2024)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Lab Attendant, Driver (Ordinary Grade), Technical Assistant।

২) এখানে মোট ০৭ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হলেই (Forest Department New Recruitment 2024) আবেদন করা যাবে আবার একটি পদে ১৮ থেকে ২৭ হলেও আবেদন করা যাবে। অবশ্যই আবেদন করার আগে ১৪.০৩.২০২৪ তারিখ কোন যে বয়সের হিসাব করতে হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে পে লেবেল ১,২,৬ অনুযায়ী টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Forest Department New Recruitment 2024)

যেহেতু এখানে অনেকগুলো শূন্য পদ আছে প্রত্যেক শুন্যপদে আলাদা আলাদা শিক্ষকতা যোগ্যতা লাগছে নিচে তা উল্লেখ করে দেওয়া হলো।

Lab Attendant – এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অতি অবশ্যই ৫০ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে।

Driver (Ordinary Grade) – এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে তার সাথে অতি অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আবেদনযোগ্য।

Technical Assistant – এই উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ফার্স্ট ক্লাস ডিগ্রী পাশ করতে হবে এছাড়া এই সমস্ত বিষয়ে B.Sc.(CS)/ B.Sc.(IT)/ BCA/ B.Tech.(IT)/ B. Tech(CS)  থাকলে অবশ্যই আবেদনযোগ্য।

আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেনপারেন।।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

wii.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি (Forest Department New Recruitment 2024)

এখানে নিয়োগ করা হবে অনেকগুলি ধাপের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

এখানে কি আবেদন মূল্য লাগছে ?

যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে (Forest Department New Recruitment 2024) আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে কাদের কে কত আবেদন মূল্য দিতে হবে সেই সংক্রান্ত বিষয় সমস্ত কিছু তথ্য পাওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শেষ১৪-০৩-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwii.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর –স্কুলে লাইব্রেরীয়ান ও ক্লার্ক কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।