GDS Recruitment 2025 – পোস্ট অফিসে GDS কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই চাকরি, জানুন বিস্তারিত।

GDS Recruitment 2025 -রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রইল বড় সুখবর! দীর্ঘদিন ধরে যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এবার আসার আলো দেখালো ভারতীয় ডাক বিভাগ। পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন শুরু হতে চলেছে ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ দিক থেকেই। 

কবে থেকে শুরু হচ্ছে আবেদন? কিভাবে আবেদন করবেন? শূন্যপদের সংখ্যা কত?বিস্তারিত জানাতে চলেছি আজকের এই প্রতিবেদনে। তাই দেরি না করে সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

ভারতীয় ডাক ভবনের নির্দেশিকা (GDS Recruitment 2025)

ভারতীয় ডাক ভবনের পক্ষ থেকে গত ১৬ ই জানুয়ারি ২০২৫ একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুসারে প্রতিটি পোস্ট অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে যে, কোন পোস্ট অফিসে কতজন স্টাফ কম রয়েছে তার একটা লিস্ট তৈরি করতে আর সেই লিস্ট জমা দেবার কথা আগামী ১৭ ই জানুয়ারি থেকে ২২ শে জানুয়ারির মধ্যে। 

এরপর ওই লিস্ট ভালোভাবে যাচাই করা হবে ২৩ শে জানুয়ারি থেকে ২৪ শে জানুয়ারির মধ্যে এরপর পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী ২৯শে জানুয়ারি ২০২৫। 

মোট শূন্যপদের সংখ্যা

গ্রামীণ ডাক সেবক পদে কতজনকে নিয়োগ করা হবে সেই সম্পর্কের বিস্তারিত জানার জন্য ইতিমধ্যেই গণনার কাজ শুরু হয়ে (GDS Recruitment 2025) গিয়েছে ১৭ই জানুয়ারি থেকে। এরপর আগামী ২৯শে জানুয়ারি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদন শুরুর তারিখ

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সে অনুযায়ী, পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে আগামী ২৯ শে জানুয়ারি। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দুই থেকে একদিনের মধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে প্রায় ২০ থেকে ২৫ দিন ধরে। 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 Source Download PDFDownload Now

মনে রাখবেন এই খবরটি ও এর সঙ্গে যে বিজ্ঞপ্তি টি বিভিন্ন সোশাল মাধ্যমে প্রকাশ হয়েছে তা wbtak.com এর সত্যতা যাচাই করেনি। মূলত এই খবরটি বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে প্রকাশিত হওয়াতে সেখান থেকে নিয়ে প্রতিবেদন আকার আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। পরবর্তীকালে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট তরফ থেকে এই তথ্য নিয়ে কোন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলে অবশ্যই আপনাদের সামনে তা সম্পূর্ণ তথ্য তুলে ধরা হবে।

শিশু সুরক্ষা দপ্তরে নতুন কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৩,৫০০ টাকা।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।