Google Pay Loan Apply: ঝটপট লোন চান ? কাগজ ছাড়াই Google Pay দিচ্ছে ১০-৫০ হাজার টাকা লোন! জানুন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Google Pay Loan Apply – আজকের দিনে অনলাইন পেমেন্ট খুবই সাধারণ ব্যাপার। গুগল পে, ফোনপে, পেটিএম – কত অ্যাপ! সবাই এখন এসব ব্যবহার করে। কিন্তু হঠাৎ টাকা দরকার পড়লে, যদি অ্যাকাউন্টে টাকা না থাকে? তখন একটু মুশকিল তো হয়ই। ব্যাংক থেকে লোন নিতে গেলেই হাজারো ঝামেলা। কাগজপত্র জমা দাও, লম্বা লাইনে দাঁড়াও, দিনের পর দিন অপেক্ষা করো। এতে শুধু সময় নষ্ট হয়। এই সব ঝক্কির সহজ সমাধান এনেছে গুগল পে। এখন আপনি ঘরে বসেই গুগল পের মাধ্যমে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। কিভাবে? জানতে হলে পুরো প্রতিবেদনটি পড়ুন।

কী এই Google Pay-এর লোন

Google Pay শুধু টাকা পাঠানো বা বিল মেটানোর অ্যাপ নয়। এটি এখন লোনও দেয়। বিভিন্ন NBFC কোম্পানি Google Pay ও ব্যাংকগুলির সাথে মিলে গ্রাহকদের জন্য লোন পাওয়া সহজ করে তুলেছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই পরিষেবার মাধ্যমে আধার কার্ড, প্যান কার্ড ও ব্যাংক স্টেটমেন্ট দিয়েই দ্রুত লোনের আবেদন করা যায়। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন। কোনো কাগজপত্রের প্রয়োজন নেই।

কত টাকা লোন পাওয়া যায় ?

Google Pay দিয়ে আপনি সহজেই ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন। তবে, লোনের পরিমাণ আপনার সিভিল স্কোর, আয় এবং Google Pay ব্যবহারের অভ্যাসের উপর নির্ভর করবে।

কী যোগ্যতা লাগে ?

এই লোন পেতে কিছু শর্ত মানতে হবে। আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার বয়স হতে হবে ২১ থেকে ৫৭ বছরের মধ্যে। আপনার রোজগারের একটি নির্দিষ্ট উপায় থাকতে হবে, তা চাকরি হোক বা ব্যবসা। একটি Google Pay অ্যাকাউন্ট এবং একটি চালু ইউপিআই আইডি থাকা জরুরি। আপনার সিভিল স্কোর অন্তত ৬০০ হওয়া প্রয়োজন। সবশেষে, আপনার একটি স্থায়ী ঠিকানা এবং বৈধ পরিচয়পত্র থাকতে হবে।

কী কী ডকুমেন্ট লাগে ?

Google Pay থেকে লোন নিতে গেলে আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নম্বর যা Google Pay এর সঙ্গে লিঙ্ক রয়েছে, সেটি লাগবে।

কীভাবে Google Pay লোনের জন্য আবেদন করবেন ?

Google Pay থেকে লোন পেতে এই সহজ ধাপগুলো অনুসরণ করুন:

প্রথমেই আপনার ফোনে Google Pay অ্যাপটি আপডেট করে নিন। তারপর অ্যাপে ‘Google Pay Personal Loan’ অপশনটি খুঁজে বের করুন এবং সেটিতে ক্লিক করুন। এখানে আপনাকে কিছু জরুরি তথ্য দিতে হবে। আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা, প্যান কার্ড, আধার কার্ড—সব তথ্য ঠিকঠাক পূরণ করুন। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী লোনের পরিমাণ এবং পরিশোধের সময়সীমা বেছে নিন।

এবার আপনার দরকারি কাগজপত্র আপলোড করুন। সব তথ্য জমা দেওয়ার কিছুক্ষণ পরেই আপনার লোন অনুমোদন হয়ে যাবে। টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তবে মনে রাখবেন, এই লোন সবার জন্য নয়। যাদের ক্রেডিট স্কোর ভালো, যারা নিয়মিত Google Pay ব্যবহার করেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি টাকা থাকে এবং যাদের একটি স্থায়ী আয় আছে, কেবল তারাই এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

ব্যবসা শুরু করুন পোল্ট্রি ফার্মের, সরকার দিচ্ছে ৫০ হাজার থেকে ৯ লাখ টাকার লোন, জানুন বিস্তারে

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com