এখনকার দিনে দেশে বেকারের সমস্যা খুব বেড়েছে। অনেকেই উচ্চশিক্ষিত হওয়ার পরও চাকরি খুঁজে পাচ্ছে না। তাদের জন্যই নতুন ইন্টার্নশিপের (internship) সুযোগ এনেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন ইন্টার্নশিপে চাকরিপ্রার্থীদের বিনামূল্যে ট্রেনিং ও ৬০,০০০ টাকার স্টাইপেন্ড দেওয়া হবে। চলুন জেনে নিই এতে কীভাবে আবেদন করবেন, কী কী সুবিধা দেওয়া হবে, এবং কারা কারা এই ইন্টার্সিপে আবেদন করার জন্য যোগ্য।
এই ইন্টার্নশিপ স্কিমটি কী ?
এই ইন্টার্নশিপ স্কিমটি বিশেষ করে দেশের সমস্ত যুবক ও যুবতীদের জন্য। মূলত তাদের কর্মসংস্থানের জন্যই এটি চালু করা হয়েছে। এই স্কিমটি এইবছর দ্বিতীয় পর্যায়ের জন্য চালু করা হয়েছে। আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন এবং অনেকদিন ধরেই চাকরির চেষ্টা করে আসছেন তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না। এই ট্রেইনিং ভালোভাবে করতে পারলে আপনি বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়ে যাবেন।
এই স্কিমে আবেদন করার জন্য কারা করা যোগ্য ?
যদি আপনি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনার নীচে দেওয়া যোগ্যতাগুলো থাকতে হবে –
১) এরজন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ।
২) আবেদনকারীকে অবশ্যই হতে হবে ভারতের স্থায়ী নাগরিক ।
৩) এছাড়া যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ অথবা ডিপ্লোমা পাশ করতে হবে।
৪) এছাড়াও থাকতে হবে ডিজিটাল স্কিল, কমিউনিকেশন দক্ষতা এবং প্রাথমিক প্রযুক্তিগত জ্ঞান।
রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?
কী কী সুবিধা পাওয়া যাবে এই স্কিমে ?
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের অধীনে ট্রেনিং নিলে মাসিক ৫০০০ টাকার স্টাইপেন্ড অর্থাৎ ১২ মাসে সেটি হবে ৬০,০০০ টাকা। এছাড়াও দেশের ৫০০ এর মতো শীর্ষস্থানীয় কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগও দেয় হবে এই স্কিমে।
শুধু তাই নয় এখানে দক্ষতা উন্নয়নের জন্যও বিশেষ ট্রেনিং দেওয়া হবে। এছাড়াও এই ইন্টার্নশিপ শেষ হলেই সরকার একটি স্বীকৃত সার্টিফিকেট দেবে যা আপনার ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অনেক কাজে লাগবে।
কীভাবে আবেদন করা যাবে ?
আপনি যদি এই স্কিমে আবেদন করতে চান তাহলে আপনাকে নীচের ধাপগুলো মেনে চলতে হবে –
১) প্রথমে ইন্টার্নশিপের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর রেজিস্ট্রেশন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৪) লগইন করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে ও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে দিতে হবে।
৫) এরপর সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিয়ে দিতে হবে।
কেন্দ্রীয় সরকারের এই নতুন স্কিমটি যুবক-যুবতীদের জন্য দারুণ সুযোগ করে দিয়েছে। তাই আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে এই প্রশিক্ষণটি আপনার জন্যই এবং এর মাধ্যমে আপনি আপনার দক্ষতা আরো বাড়াতে পারবেন। শুধু তাই নয় এই প্রশিক্ষণ ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ করে দেবে। তাই আর দেরি না করে এখনই এই ইন্টার্নশিপ আবেদন করে ফেলতে হবে।
২০০০ টাকার নোট কি বাতিল হবে ? বড় আপডেট রিজার্ভ ব্যাংকের তরফে থেকে।