IB ACIO Vacancy 2025 – সম্প্রতি অল কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাশ করলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই ।
নিয়োগ সংস্থা | ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)। |
পদের নাম | সহকারি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড III। |
মোট শূন্যপদ | ৩৭১৭ টি। |
আবেদন মাধ্যম | অনলাইনে |
ইন্টারভিউয়ের তারিখ | ৩১/০৭/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে সহকারি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড III এর পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ৩৭১৭ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
বয়স সীমা ও মাসিক বেতন (IB ACIO Vacancy 2025)
ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau) এর এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১০/০৮/২০২৫ অনুযায়ী হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা বেতন দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীদের অবশ্যই কমপিউটারের জ্ঞান থাকতে হবে। এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau) এর অফিসিয়াল ওয়েবসাইট https://xn--i1b5bzbybhfo5c8b4bxh.xn--11b7cb3a6a.xn--h2brj9c/en এ যেতে হবে।
কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?
এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (IB ACIO Vacancy 2025)
এই পদগুলোতে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডেসক্রিপটিভ ও ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।
এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার।
কীভাবে আবেদন করবেন এখানে ?
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন ফি কত ?
এখানে সাধারণ / OBC/ EWS প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ও ৫৫০ টাকা প্রসেসিং ফি ধার্য করা হয়েছে। এছাড়া SC/ST/ মহিলা প্রার্থীদের শুধুমাত্র ৫৫০ প্রসেসিং ফি দিতে হবে। প্রতিবন্ধী জন্য কোনরকম আবেদন ফি লাগবে না তারা বিনামূল এখানে আবেদন করতে পারবে।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ – ১০/০৮/২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.mha.gov.in/en |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
অয়েল ইন্ডিয়াতে কাজের সুযোগ, কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।