ICDS & Helper Practice Set 09 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 09) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৯ – (ICDS & Helper Practice Set 09)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 09
১) হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত?
[A] তবলা
[B] সানাই
[C] বাঁশি
[D] শরোদ
Answer – বাঁশি
২) পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
[A] জিব্রালটর
[B] লাইখটেনস্টাইন
[C] মোনাকো
[D] ভ্যাটিকান সিটি
Answer – ভ্যাটিকান সিটি
৩) মুঘল যুগের তাম্র মুদ্রার নাম কি ছিল?
[A] টাকা
[B] নিষ্ক
[C] মনা
[D] দাম
Answer – দাম
৪) পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়?
[A] ১৯৫৬
[B] ১৯৫১
[C] ১৯৫৩
[D] ১৯৪৮
Answer – ১৯৫১
ICDS & Helper Practice Set 09
৫) পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষবিশিষ্ট হয় কত সালে?
[A] 1970
[B] 1980
[C] 1950
[D] 1969
Answer – 1969
৬) জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি?
[A] জিঞ্জিবার
[B] মালে
[C] রোডেসিয়া
[D] নামিবিয়া
Answer – রোডেসিয়া
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৭) নিম্নলিখিত কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?
[A] তেগবাহাদুর সপ্রু
[B] দামোদর স্বরূপ শেঠ
[C] বি জি খের
[D] জি ভি মাভলঙ্কার
Answer – বি জি খের
৮) আধুনিক ভারতের জনক হলেন—
[A] রাজা রামমোহন রায়
[B] ডিরোজিও
[C] ডেভিড হেয়ার
[D] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer – রাজা রামমোহন রায়
৯) ‘বুল এবং ‘বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত?
[A] আন্তর্জাতিক বাণিজ্য
[B] ব্যাংকিং
[C] শেয়ার বাজার
[D] অন্তর্দেশীয় বাণিজ্য
Answer – শেয়ার বাজার
১০) এরান লিপি থেকে যে নরপতির বিষয়ে জানা যায়—
[A] প্রথম রাজেন্দ্র চোল
[B] কনিষ্ক
[C] সমুদ্রগুপ্ত
[D] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Answer – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
নতুন চাকরির খবর – Click Here