ICDS & Helper Practice Set 14 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 14) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৪ – (ICDS & Helper Practice Set 14)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 14
১) তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
[A] 1556 খ্রিস্টাব্দে
[B] 1526 খ্রিস্টাব্দে
[C] 1192 খ্রিস্টাব্দে
[D] 1191 খ্রিস্টাব্দে
Answer -1191 খ্রিস্টাব্দে
২) দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন?
[A]বলবন
[B] ইলতুতমিস
[C] ইব্রাহিম লোদী
[D] মোহাম্মদ ঘোরী
Answer – মোহাম্মদ ঘোরী
৩) দাস বংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন?
[A] কুতুবউদ্দিন
[B] ইলতুতমিস
[C] ফিরজ শাহ
[D] বলবন
Answer – ইলতুতমিস
ICDS & Helper Practice Set 14
৪) মোহাম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন?
[A] ৭১২ খ্রিস্টাব্দে
[B] ১০০১ খ্রিস্টাব্দে
[C] ১৫৬৫ খ্রিস্টাব্দে
[D] ১২০৬ খ্রিস্টাব্দে
Answer – ১০০১ খ্রিস্টাব্দে
৫) তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ কার কাছে পরাজিত হয়েছিল?
[A] মোহাম্মদ ঘোরা
[B] মোহাম্মদ গজনী
[C] বাবর
[D] চেঙ্গিস খাঁ
Answer – মোহাম্মদ ঘোরা
Food SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৬) উত্তর ভারতে শেষ আফগান রাজবংশ কোনটি?
[A] খিলজী
[B] সুরি
[C] লোদী
[D] তুঘলক
Answer – সুরি
৭) নিচের কোন শব্দটি লোদী বংশ১৪৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
[A] আজমির
[B] লুধিয়ানা
[C] ভূপাল
[D] লখনও
Answer – লুধিয়ানা
৮) নিচের কোন রাজবংশ হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন?
[A] আদিল শাহী
[B] কুতুবশাহী
[C] চোল
[D] পল্লব
Answer – কুতুবশাহী
৯) মোহাম্মদ বিন তুঘলক কোন রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন। দেবগিরির বর্তমান নাম কি?
[A] দৌলতাবাদ
[B] গিরনার
[C] রাজগীর
[D] ঔরঙ্গাবাদ
Answer – দৌলতাবাদ
ICDS & Helper Practice Set 14
১০) নিচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর?
[A] কনিষ্ঠ
[B] অশোক
[C] কুতুবউদ্দিন
[D] ইব্রাহিম লোদী
Answer – কনিষ্ঠ
নতুন চাকরির খবর – Click Here