ICDS & Helper Practice Set 19 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 19) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২০ – (ICDS & Helper Practice Set 20)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 20
১) মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ টির নাম কি ?
Answer – স্ফুটনিক-১
২) ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ?
Answer – ইন্দিরা পয়েন্ট
৩) তেজস্ক্রিয়ার SI একক কি?
Answer – বেকারেল
৪) রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম কি ?
Answer – অনুচক্রিকা
ICDS & Helper Practice Set 20
৫) পিশী কোন কোষ থেকে তৈরি হয়?
Answer – মায়োব্লাস্ট
৬) কে রাজ্যের অর্থ কমিশন গঠন করে?
Answer – রাজ্যপাল
৭) বর্তমান ভারত গ্রন্থটি লেখেন কে ?
Answer – স্বামী বিবেকানন্দ
৮) কোষের শক্তিঘর কাকে বলা হয় ?
Answer – মাইট্রোকান্ডিয়া কে
PSC Clerkship Practice All Set 2023 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৯) এক্স- রশ্মী কে আবিষ্কার করেন ?
Answer – রন্টজেন
১০) এশিয়ার সর্বোচ্চ হ্রদটির নাম কি ?
Answer – নামসো
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here