IFFCO Job Notice 2023 – সার উৎপাদনকারী সংস্থায় কর্মী নিয়োগ,অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

IFFCO Job Notice 2023 – ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের (IFFCO) তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাউন্টেন্ট ট্রেনে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। ট্রেনিং চলাকালীন এখানে স্টাইপেনের ব্যবস্থা আছে। এছাড়া আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থাIndian Farmers Fertilizer Cooperative Ltd.(IFFCO)
পদের নামঅ্যাকাউন্টেন্ট / Trainee (Accounts)
মোট শূন্যপদবিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ৩১-০৮-২০২৩

নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

পদের নাম ও শূন্যপদ (IFFCO Job Notice 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম অ্যাকাউন্টেন্ট / Trainee (Accounts)।

২) কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

বয়স সীমা ও বেতন 

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়স সীমা ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদন করার সময় অবশ্যই ০১-০৮-২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে।

২) এখানে ট্রেনিং চলাকালীন প্রার্থীদের ৩৬,০০০/- হাজার টাকা করে বেতন দেওয়া হবে। পরবর্তী সময় যখন প্রার্থীদের স্থায়ী নিয়োগ করা হবে তখন তাদের বার্ষিক ৯ লাখের CTC প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই সর্বনিম্ন যে কোন বিষয় গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে ৬০ % নাম্বার নিয়ে ও সঙ্গে CA (Intermediate) পাশ করা থাকলে অতি অবশ্যই এখানে আবেদন করা যাবে। 

এই বিজ্ঞপ্তি (IFFCO Job Notice 2023) কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.iffco.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন

নিয়োগ প্রক্রিয়া

এখানে নিয়োগ করা হবে CBT মাধ্যমে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট তার সঙ্গে ইন্টারভিউর মাধ্যমে সঠিক প্রার্থীদের নিয়োগ করা হবে।

সার্ভিস বন্ড (IFFCO Job Notice 2023)

1 বছরের ট্রেনিং শেষে প্রার্থীদের 3 বছরের সার্ভিস দিতে হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে (IFFCO Job Notice 2023) আবেদন করবেন ভাববেন তাদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য www.iffco.in পোর্টালে যেতে হবে সেখানে গিয়ে নিজের নাম ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে যে পদের জন্য আবেদন করবে সেই পদটিকে চয়েস করে ও যে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য দেখবেন বুঝবেন তারপরেই নিয়ে দায়িত্বে আবেদন করবেন। আরও বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ফলো করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু..
আবেদন শেষ৩১-০৮-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Now

IFFCO Job Notice 2023 – সার উৎপাদনকারী সংস্থায় কর্মী নিয়োগ,অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
Ans –
গ্রাজুয়েশন পাশ।

Q – কত জনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans –
উল্লেখ নেই।

Q – আবেদন করার জন্য বয়সসীমা কি লাগছে ?
Ans –
৩০ বছরের মধ্যে।

Q – আবেদন শুরু কবে থেকে?
Ans –
..

Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans –
৩১-০৮-২০২৩ এই তারিখ অব্দি।

নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন