Income Tax Department Recruitment 2025 – আয়কর দপ্তরে কর্মী নিয়োগ, পুরুষ ও মহিলা উভয় আবেদন যোগ্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Income Tax Department Recruitment 2025 -আয়কর প্রিন্সিপাল চিফ কমিশনারের অফিস দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাIncome Tax Department
পদের নামStenographer
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ ১৯/০৪/২০২৫

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে Stenographer

শূন্যপদ

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ৪৮ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়স সীমা (Income Tax Department Recruitment 2025)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে।

বেতন কাঠামো

উল্লিখিত পদে আবেদন করার পর চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ৩৫,৪০০ টাকা থেকে সর্বোচ্চ ১,১২,৪০০ টাকা মধ্যে বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই নোটিফিকেশনের নিয়ম অনুসারে যোগ্যতা অর্জন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া (Income Tax Department Recruitment 2025)

এখানে ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

১) ঠিকানার প্রমাণ (AADHAAR কার্ড/EPIC/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)।
২) বয়সের প্রমাণপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট।
৪) অভিজ্ঞতার শংসাপত্র।
৫) পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন পদ্ধতি

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট (Income Tax Department Recruitment 2025) ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত..
আবেদন শেষ১৯/০৪/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

রাজ্য সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ, গ্রাম ভিত্তিক কাজ করতে হবে।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।