Income Tax – করদাতাদের জন্য সুখবর,আর দিতে হবে না ইনকাম ট্যাক্স।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর দিতে হবে না ইনকাম ট্যাক্স-Income Tax, বাজেট পেশির আগেই বড় সুখবর কেন্দ্রের

আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের অফিসিয়াল দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চাকরিজীবীদের জন্য আয় করে (Income Tax) ছাড় দেবেন কিনা সেদিকে এখন নজর প্রায় প্রত্যেকেরই। কিন্তু বাজেট পেশের বেশ কিছুদিন আগে সামনে এলো এক সুখবর।

ব্যাংকে লকার থাকলে এক্ষুনি দেখে নিন, RBI-এর তরফ থেকে জারি হল নয়া নির্দেশিকা।

অর্থমন্ত্রী দিলেন প্রবীণ নাগরিকদের এক বিশেষ উপহার। প্রবীণ নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন সরকার। অর্থ মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে ,অথবা তার বেশি বয়সি নাগরিক যাদের আয়ের উৎস, শুধুমাত্র ব্যাংকের সুদ কিংবা পেনশন তাদের ক্ষেত্রে এবার থেকে আয় করে (Income Tax) ছাড় দিল সরকার।

এনাদেরকে কোন প্রকার আয়কর (Income Tax) জমা করতে হবে না। এ নিয়মে খুশি প্রবীণ নাগরিকেরা।৭৫ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিকদের এই সুবিধা প্রদানের জন্য ,১৯৬১-এর নিয়ম সংশোধিত করে ১৯৪-P একটি নতুন ধারা যোগ করা হলো। এবং সমস্ত ব্যাংকগুলিকে এটি জানানো হলো।

বন্ধন ব্যাংকে নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে, উচ্চ-মাধ্যমিক পাশে।

ইতি সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী শর্ত এবং ফ্রম এর জন্য বিজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়াও করের বিধি ৩১a, বিধি ৩১, ফর্ম ১৬ ও ২৪Q তে ও প্রয়োজন মাফিক পরিবর্তন করা হয়েছে। তবে এই ট্যাক্স রিটার্ন (Income Tax return) এর ছাড়ের জন্য এলিজিবল সমস্ত প্রবীর নাগরিকদের কে ফর্ম ১২BBA পূরণ করে ব্যাংক এ জমা করাতে হবে।

এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *