Indian Coast Guard Job Recruitment 2024 – ভারতীয় কোস্ট গার্ডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনের মাধ্যমে আবেদন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Coast Guard Job Recruitment 2024 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ভারতীয় কোস্ট গার্ডে দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব চাকরিপ্রার্থীরা মোটা বেতনের চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই খুশির খবর। যেসব প্রার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির খোঁজ করছেন তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ।

এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাIndian Coast Guard
পদের নামNavik (General Duty), Yantrik
মোট শূন্যপদ৩২০
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৩/০৭/২০২৪

নতুন চাকরির খবর –জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন

পদের নাম ও শূন্যপদ

(১) এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হল – Navik (General Duty), Yantrik

(২) এখানে মোট ৩২০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়সসীমা ও বেতন (Indian Coast Guard Job Recruitment 2024)

(১) উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ০১/০৩/২০০৩ তারিখ থেকে ২৮/০২/২০০৭ তারিখের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার জন্য সংরক্ষিত প্রার্থীরা ‌সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদে যাচাইকরনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৩৭,৫০০/- টাকার মধ্যে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত (Indian Coast Guard Job Recruitment 2024) যোগ্যতা সম্পন্ন হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের নূন্যতম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

joinindiancoastguard.cdac.in/cgept এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণ (মাধ্যমিক পাসের মার্কশিট বা জন্ম শংসাপত্র)
২) পরিষেবা শংসাপত্র
৩) পরিচয় প্রমাণ (আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট)
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৫) আবেদনকারীর স্বাক্ষর
৬) আবেদনকারীর বাম-হাতের থাম্ব ইমপ্রেশন ইমেজ
৭) রেসিডেন্ট সার্টিফিকেট
৮) ডোমিসাইল সার্টিফিকেট

আবেদন মূল্য কি আছে?

এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে আবেদনমূল্য জমা দিতে হবে। অবশ্য আবেদন করার আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া (Indian Coast Guard Job Recruitment 2024)

এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদনকারীদের কম্পিউটার বেসিক পরীক্ষা ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

কিভাবে আবেদন করতে হবে

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৩/০৬/২০২৪
আবেদনের শেষ তারিখ০৩ /০৭/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটjoinindiancoastguard.cdac.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – রাজ্যের বন দপ্তর চাকরি দিচ্ছে সরকার! শুরু হচ্ছে প্রচুর শূন্যপদে নিয়োগ

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।