১৫০০ টাকায় ব্যবসা শুরু করার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল, রইছে দারুন সব সুযোগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকাল সকলেই চাকরির পেছনে ছুটছে। কিন্তু চাকরি তো সকলে পায়না। তাই বেশিরভাগ মানুষ এখন ব্যবসা করছেন। কিন্তু এখন সমস্যা হল ব্যবসা কীভাবে শুরু করবেন এটা ভাবছেন? তাহলে ভারতীয় রেলের এই নতুন উদ্যাগটি আপনার জন্য, যা সাধারণ মানুষকে আত্মনির্ভর করে তুলবে।

নতুন ব্যবসার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল

ভারত সরকার এখন ‘Vocal for Local’ উদ্যোগ শুরু করেছে। যেটিতে দেশীয় পণ্য বিক্রির উপর জোর দেওয়া হচ্ছে। এই উদ্যোগটিকেই আরো মজবুত করতে একটি নতুন প্রকল্প। যেটির নাম ‘One Station One Product’।

এই প্রকল্পে ব্যবসায়ীরা তাদের তৈরি জিনিসগুলো দেশের সকল রেলস্টেশনে বিক্রি করতে পারবেন। এই উদ্যোগে ছোট ব্যবসায়ী, হস্তশিল্প, কুটির শিল্প, স্থানীয় পণ্য সবই যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যাবে।

রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?

আপনি এই সুবিধা কোথায় কোথায় ও কীভাবে পাবেন ?

পূর্ব রেল এই বিষয়ে জানিয়েছে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে দেশের ১০০ টির মতো রেলস্টেশনে এই ব্যবসা করার সুযোগ রয়েছে। কিছুদিন আগেই আদিসপ্তগ্রাম, অম্বিকা কালনা, আরামবাগ, চন্দননগর, আজিমগঞ্জ, দত্তপুকুর, বাঁশবেড়িয়া, পিয়ালী, লালগোলা, মুর্শিদাবাদ, বনগাঁ, কৃষ্ণনগর, দমদম ক্যান্টনমেন্ট, ভগবানগোলা ইত্যাদি স্টেশনে এই প্রকল্প শুরু করা হয়েছে।

আবেদন কীভাবে করা যাবে ?

আপনি যদি এই সুবিধাটি পেতে চান তাহলে আপনাকে নিকটবর্তী স্টেশন মাস্টারের কাছে গিয়ে আবেদন জানাতে হবে। এরজন্য আপনাকেই শুধু একটি সাদা কাগজে আবেদন লিখতে হবে ও নির্দিষ্ট ফি দিয়ে সেটি জমা করে দিতে হবে।

New Business Idea In Railway Station – আপনি যদি ১৫ দিনের ব্যবসা করবেন তাহলে আপনাকে ১৫০০ টাকা ও ২০ ইউনিট বিদ্যুৎ বিল ফ্রিতে দেওয়া হবে। ৩০ দিনের জন্য যথারীতি ২০০০ টাকা ও ৪০ ইউনিট বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বেশি বিদ্যুৎ ব্যবহার হলে সেটির জন্য এক্সট্রা চার্জ দিতে হবে।

এই উদ্যোগটি কতটা গুরুত্বপূর্ণ?

এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ খুব কম টাকা বিনিয়োগ করলেই আপনি শুরু করতে পারবেন। এছাড়াও স্টেশনে যেহেতু খুব ভিড় হয় তাই আপনার পণ্য বিক্রি হওয়ার সুযোগও খুব বেশি রয়েছে। এটি বিশেষ কিরে ছোট ও মাঝারি পণ্য উপভোক্তাদের জন্য খুব উপকারী হতে চলেছে কারণ এতে তাদের প্রতারণার কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে এটি ভারতীয় রেল শুরু করেছে।

শুধু তাই নয় যারা নিজেদের একটি ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য ‘One Station One Product’ প্রকল্পটি খুবই ভালো। এতে আপনি স্থানীয় পণ্যগুলো বিক্রি করতে পারবেন। তাহলে আর দেরি কিসের আজই আপনার নিকটবর্তী স্টেশনগুলোতে গিয়ে যোগাযোগ করুন ও নিজের একটি ব্যবসা শুরু করে ফেলুন।

বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com