Indian Railways New App Launch – ভারতের গণপরিববন ব্যবস্থার অন্যতম মাধ্যম হলো ভারতীয় রেল। প্রত্যেকদিন লাখ লাখ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যান শুধুমাত্র রেল পথের উপর নির্ভর করে। একইভাবে ভারতীয় রেলের তরফ থেকেও যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন পরিষেবা চালু করা হয়েছে। সেই তালিকায় সংযোজিত হল আরও একটি বিষয়। এবার আসছে এক নতুন অ্যাপ। শুধু অ্যাপ নয়, সুপার অ্যাপ।যার নাম “SwaRail”।
Indian Railways New App Launch
ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে কাবার অর্ডার করার জন্য বেশ কিছু অ্যাপ ডাউনলোড করতে হতো রেল যাত্রীদের। সেই সমস্যা দূর করতে প্রিন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের তরফে এই সুপার অ্যাপ নিয়ে আসা হয়েছে। তাই এবার থেকে এই সুপার অ্যাপ ব্যবহার করলে আর অন্য কোন অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না রেলের পরিষেবা পাওয়ার জন্য। নিঃসন্দেহে এটি রেল যাত্রীদের জন্য খুশির খবর।
ICDS সুপারভাইজার নিয়োগ! প্রকাশিত হবে ১৭২৯ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি
ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে রিজার্ভেশন, আনরিজার্ভড টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট, পার্সেল পরিষেবার তথ্য, ট্রেনের শিডিউল, ট্রেন রানিং সিস্টেম, PNR স্ট্যাটাস, ট্রেনে খাবার অর্ডার দেওয়া হোক কিং অভিযোগ জানানোর মতো প্রতিটি পরিষেবা মিলবে একটি অ্যাপের মাধ্যমে। বর্তমানে বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে এই অ্যাপ। আর বেশি দেরি নেই। খুব শীঘ্রই জনসাধারণের জন্য উপলব্ধ হবে অ্যাপটি।
গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে রেলের নতুন অ্যাপ। ডাউনলোড করার পরে নতুন ব্যবহারকারী অথবা Rail Connect বা UTS Mobile ব্যবহারকারী যদি হয়ে থাকেন তাহলে সেই আইডি এবং ডিটেলস দিয়ে চাইলেই সাইন ইন করতে পারেন এই অ্যাপে। l এই অ্যাপেরস স্টেবেল ভার্সন কবে চালু হবে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি। রেল যাত্রায় একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যাতে রেল যাত্রীদের একের পর এক অ্যাপ ইন্সটল করে দ্বন্দ্বে পড়তে না হয় তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেল।
32,438 শূন্যপদে রেলে গ্রুপ D কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন।